Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:14 - কিতাবুল মোকাদ্দস

14 বাদশাহ্‌রা ও দেশের মন্ত্রীদের সঙ্গে থাকতাম, যাঁরা নিজেদের জন্য ধ্বংসস্থান নির্মাণ করেছিলেন;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 সেই রাজা ও শাসকদের সাথে, যারা নিজেদের জন্য সেই স্থানগুলি নির্মাণ করেছিলেন যা ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 অতীতের প্রাসাদসমূহের নির্মাতা ধ্বংসপ্রাপ্ত রাজা মহারাজের মত

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 রাজগণের ও দেশের মন্ত্রিগণের সহিত থাকিতাম, যাঁহারা আপনাদের জন্য ধ্বংসস্থান নির্ম্মাণ করিয়াছিলেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 এই পৃথিবীর যে সব রাজা ও মন্ত্রীরা ধ্বংসপ্রাপ্ত নগরীগুলি নিজেদের জন্য পুনর্নির্মাণ করেছেন আমি তাঁদের সঙ্গে থাকতে পারতাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 পৃথিবীর রাজাদের এবং মন্ত্রীদের সঙ্গে, যারা তাদের নিজেদের জন্য কবর বানিয়েছিলেন যা এখন ধ্বংস হয়েছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:14
17 ক্রস রেফারেন্স  

সে বাস করতো উৎসন্ন নগরে, সেসব বাড়িতে, যাতে কেউ বাস করতো না, যা প্রস্তররাশি হবার জন্য নির্ধারিত ছিল।


তখন আমি তোমাকে পাতালগামীদের সঙ্গে প্রাচীনকালের লোকদের কাছে নামাব এবং পাতালে, চিরকালীন ধ্বংসের স্থানে, পাতালগামী সকলের সঙ্গে বাস করাব, তাতে তুমি আর বসতিস্থান পাবে না; এবং জীবিতদের দেশে তোমার শোভা আর দেখাবে না।


তোমার বংশীয় লোকেরা পুরাকালের উৎসন্ন সমস্ত স্থান নির্মাণ করবে; তুমি বহু পুরুষ আগের সকল ভিত্তির উপর গেঁথে তুলবে এবং ভগ্নস্থান-সংস্কারক ও বসতি-স্থানের রাস্তাগুলোর উদ্ধারকর্তা বলে আখ্যাত হবে।


ধিক্‌ তাদেরকে, যারা বাড়ির সঙ্গে বাড়ি যোগ করে, ক্ষেতের সঙ্গে ক্ষেত সংযোগ করে, অবশেষে আর স্থান থাকে না, তোমাদেরকে দেশমধ্যে একাকী বাস করান হয়!


বায়ুকে যেমন ধরে রাখবার ক্ষমতা কারো নেই তেমনি মরণদিনের উপরে কর্তৃত্ব কারো নেই এবং যুদ্ধের সময় কারো ছুটি পাওয়া সম্ভব হবে না, আর নাফরমানী দুষ্টকে উদ্ধার করবে না।


কোন্‌ মানুষ জীবিত থাকবে, মৃত্যু দেখবে না, কে পাতালের হাত থেকে নিজের প্রাণ মুক্ত করবে? [সেলা।]


তারা পাতালের জন্য নিযুক্ত ভেড়ার পালের মত, মৃত্যু তাদেরকে চরাবে; সরল লোকেরা প্রভাতে তাদের উপরে কর্তৃত্ব করবে; তাদের রূপ পাতালে নষ্ট হবে, তার কোন বসতিস্থান আর থাকবে না।


বস্তুত আমি জানি, তুমি আমাকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছ; সমস্ত জীবিত লোকদের নির্ধারিত স্থানে নিয়ে যাচ্ছ।


তিনি মন্ত্রীদেরকে সর্বস্বহীন করে নিয়ে যান, তিনি বিচারকর্তাদের বুদ্ধি নাশ করেন,


পরে সোলায়মান তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন ও তাঁর পিতা দাউদের নগরে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র রহবিয়াম তাঁর পদে বাদশাহ্‌ হলেন।


পরে দাউদ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং দাউদ-নগরে তাঁকে দাফন করা হল।


তিনি বাদশাহ্‌দের কর্তৃত্ববন্ধন মুক্ত করেন, তাদের কোমরে বন্দীর কোমরবন্ধনী বেঁধে দেন,


জাতিদের সমস্ত বাদশাহ্‌, সকলেই সসম্মানে, প্রত্যেকে স্ব স্ব কবরে শয়ন করছেন;


এখানে তোমার কেই বা আছে যে, তুমি নিজের জন্য এখানে কবর খনন করেছ? এত উঁচু স্থানে নিজের কবর খনন করেছে, নিজের বসবাসের জন্য শৈল খনন করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন