Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 29:3 - কিতাবুল মোকাদ্দস

3 তখন আমার মাথার উপরে তার প্রদীপ জ্বলতো, তার আলোতে আমি অন্ধকারেও চলতাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 যখন তাঁর প্রদীপ আমার মাথার উপরে আলো দিত ও তাঁর আলোতে আমি অন্ধকারেও চলাফেরা করতাম!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তখন তাঁর দীপ জ্বলত আমার শিয়রে, তাঁর আলোকে আমি অন্ধকারেও পথ চলতাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তখন আমার মাথার উপরে তাঁহার প্রদীপ জ্বলিত, তাঁহার আলোকে আমি অন্ধকারেও চলিতাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সেই সময় ঈশ্বর আমার ওপর জ্যোতি প্রদান করতেন। তাই আমি অন্ধকারেও পথ হাঁটতে পারতাম। ঈশ্বর আমাকে বাঁচার প্রকৃত পথ দেখাতেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 যখন তাঁর প্রদীপ আমার মাথা আলো করত এবং যখন আমি তাঁর আলোয় অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতাম।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 29:3
19 ক্রস রেফারেন্স  

তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করে থাক; মাবুদ, আমার আল্লাহ্‌, তুমিই আমার অন্ধকার আলোকময় করে থাক।


আবার ঈসা লোকদের কাছে কথা বললেন, তিনি বললেন, আমি দুনিয়ার নূর; যে আমাকে অনুসরণ করে, সে কোন মতে অন্ধকারে চলবে না, কিন্তু জীবনের নূর পাবে।


তার তাঁবুতে আলো অন্ধকার হয়ে যাবে, তার উপরিস্থ প্রদীপ নিভে যাবে।


কারণ তোমরা একসময়ে অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে আলো হয়েছ; আলোর সন্তানদের মত চল—


আমি নূরস্বরূপ হয়ে এই দুনিয়াতে এসেছি, যেন যে কেউ আমার উপর ঈমান আনে, সে অন্ধকারে না থাকে।


তুমি কিছু মনস্থ করলে তা তোমার পক্ষে সফল হবে, তোমার পথে আলো আলো প্রদান করবে।


তোমার জীবন মধ্যাহ্ন হতেও বিমল হবে। অন্ধকার হলেও তা প্রভাতের মত হবে।


যেহেতু দুর্বৃত্ত লোকের ভবিষ্যতের আশা নেই, দুষ্টদের প্রদীপ নিভে যাবে।


কারণ মাবুদ আল্লাহ্‌ সূর্য ও ঢাল; মাবুদ রহমত ও মহিমা প্রদান করেন; যারা সৎ পথে চলে, তিনি তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না।


বস্তুত যা প্রকাশ হয়ে পড়ে তা সমস্তই আলোময়। এজন্য পাক-কিতাবে লেখা আছে, “হে ঘুমন্ত ব্যক্তি জেগে ওঠ এবং মৃতদের মধ্য থেকে ওঠ, তাতে মসীহ্‌ তোমার উপরে আলো দান করবেন।”


আর তিনি জাতিদের বিচার করবেন এবং অনেক দেশের লোক সম্বন্ধে নিষ্পত্তি করবেন; আর তারা নিজ নিজ তলোয়ার ভেঙ্গে লাঙ্গলের ফাল গড়বে ও নিজ নিজ বর্শা ভেঙ্গে কাস্তে গড়বে; এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার তুলবে না, তারা আর যুদ্ধ শিখবে না।


ধার্মিকের আলো আনন্দ করে; কিন্তু দুষ্টদের প্রদীপ নিভিয়া যায়;


মাবুদ আমার নূর, আমার উদ্ধার, আমি কাকে ভয় করবো? মাবুদ আমার জীবন দুর্গ, আমি কাকে দেখে ত্রাসযুক্ত হব?


যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়ে গমন করবো, তখনও অমঙ্গলের ভয় করবো না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ, তোমার পাঁচনী ও তোমার লাঠি আমাকে সান্ত্বনা দেয়।


যে তার নিজের পিতা কিংবা মাতাকে বদদোয়া দেয়, ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভে যাবে।


অনেকে বলে, কে আমাদেরকে মঙ্গল দেখাবে? হে মাবুদ আমাদের প্রতি নিজের মুখের আলো উদিত কর।


কতবার দুষ্টদের প্রদীপ নির্বাপিত হয়? কতবার তাদের বিপদ ঘটে, এবং আল্লাহ্‌ ক্রোধে এমন কষ্ট বণ্টন করেন যে,


কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়াই; আমার আল্লাহ্‌র দ্বারা প্রাচীর পার হই।


সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়; সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন