ইয়োব 29:24 - কিতাবুল মোকাদ্দস24 আমি তাদের প্রতি হাসলে তারা বিশ্বাস করতো না, তারা আমার মুখের আলো ম্লান করতো না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ24 আমি যখন তাদের দিকে তাকিয়ে হাসতাম, তারা পুরোপুরি বিশ্বাস করত না; আমার মুখের আলো তাদের চমৎকার লাগত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তারা হতাশ হয়ে পড়লে আমার হাসিমুখ তাদের উৎসাহ দিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আমি তাহাদের প্রতি হাসিলে তাহারা বিশ্বাস করিত না, তাহারা আমার মুখের দীপ্তি নিস্তেজ করিত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 আমি যখনই ওদের সঙ্গে হেসে কথা বলেছি ওরা এত অবাক হয়ে যেত যে, আমি যে ওদের সঙ্গে কথা বলছি ওরা এটা বিশ্বাসই করতে পারত না। আমার হাসিতে ওরা ভাল বোধ করেছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 আমি তাদের ওপর হাঁসতাম যখন তারা এটা আশা করত না; তারা আমার মুখের আলো প্রত্যাখান করত না। অধ্যায় দেখুন |