Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 29:14 - কিতাবুল মোকাদ্দস

14 আমি ধার্মিকতা পরতাম, আর তা পরতো আমাকে; আমার ন্যায়বিচার পরিচ্ছদ ও তাজস্বরূপ ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 আমি আমার ধার্মিকতা পোশাকরূপে গায়ে দিতাম; ন্যায়বিচার ছিল আমার আলখাল্লা ও আমার পাগড়ি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 ধার্মিকতা ছিল আমার অঙ্গের বসন, ন্যায়বিচার ছিল আমার পরিচ্ছদ ও উষ্ণীষ স্বরূপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আমি ধার্ম্মিকতা পরিতাম, আর তাহা আমাকে পরিত; আমার ন্যায়বত্তা পরিচ্ছদ ও উষ্ণীষস্বরূপ ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 সঠিক পথে জীবনযাপনই আমার বস্ত্র ছিল। আমার শিরস্ত্রাণ ছিল আমার ন্যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 আমি ধার্ম্মিকতা পরতাম এবং এটা আমায় ঢাকত; আমার ন্যায়বিচার কাপড়ের মত ছিল এবং একটা পাগড়ির মত ছিল।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 29:14
16 ক্রস রেফারেন্স  

‘আমি মাবুদে অতিশয় আনন্দ করবো, আমার প্রাণ আমার আল্লাহ্‌কে নিয়ে উল্লাস করবে; কেননা বর যেমন ইমামের সাজ-পোশাকের মত টুপি পরে, কন্যা যেমন তার রত্নরাজি দ্বারা নিজেকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে উদ্ধারের কাপড় পরিয়েছেন, ধার্মিকতার কোর্তায় আচ্ছাদন করেছেন।’


তিনি ধর্মশীলতারূপ বুকপাটা বাঁধলেন, মাথায় উদ্ধাররূপ শিরস্ত্র ধারণ করলেন, তিনি প্রতিশোধরূপ পোশাক পরলেন, পরিচ্ছদের মত উদ্যোগ-পরিহিত হলেন।


তোমার ইমামরা ধার্মিকতা-পরিহিত হোক, তোমার ভক্তরা আনন্দগান করুক।


অতএব সত্যের কোমরবন্ধনী কোমরে বেঁধে, ধার্মিকতার বুকপাটা পরে,


আর তাকে এই বর দেওয়া হল যে, সে উজ্জ্বল ও পবিত্র মসীনার কাপড়ে নিজেকে সজ্জিত করে, কারণ সেই মসীনার কাপড় পবিত্র লোকদের ধর্মময়তা।


আমার ধার্মিকতা আমি রক্ষা করবো, ছাড়ব না। আমি জীবিত থাকতে আমার মন আমাকে ধিক্কার দেবে না।


কিন্তু আমরা দিনের বলে এসো, মিতাচারী হই, ঈমান ও মহব্বতরূপ বুকপাটা পরি এবং নাজাতের আশারূপ শিরস্ত্রাণ মাথায় দিই;


সত্যের কালামে, আল্লাহ্‌র পরাক্রমে; ডান ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা;


আর তুমি মাবুদের হাতে একটা জাঁকজমকপূর্ণ মুকুট, তোমার আল্লাহ্‌র হাতে একটা রাজমুকুট হবে।


সূর্যাস্তকালে তার বন্ধকী দ্রব্য তাকে অবশ্য ফিরিয়ে দেবে; তাতে সে তার কাপড়ে শয়ন করে তোমাকে দোয়া করবে; আর তা তোমার আল্লাহ্‌ মাবুদের সাক্ষাতে তোমার ধার্মিকতার কাজ হবে।


কিন্তু তোমরা প্রভু ঈসা মসীহ্‌কে পরিধান কর, অভিলাষ পূর্ণ করার জন্য গুনাহ্‌-স্বভাবের ইচ্ছা পূর্ণ করার চিন্তা করো না।


সেদিন বাহিনীগণের মাবুদই তাঁর লোকদের অবশিষ্টাংশের জন্য শোভার মুকুট ও গৌরবের মালা হবেন;


আমি তোমাদেরকে ধার্মিক বলি, এমন যেন না হয়; প্রাণ থাকতে আমি আমার সিদ্ধতা ত্যাগ করবো না।


আমি ন্যায়বিচার ও সঠিক কাজ করেছি, আমাকে জুলুমবাজদের হাতে তুলে দিও না।


তখন আমি বললাম, এঁর মাথায় পরিষ্কার পাগড়ী দিতে হুকুম দেওয়া হোক। তখন তাঁর মাথায় পরিষ্কার পাগড়ী দেওয়া হল এবং তাঁকে পোশাক পরানো হল; আর মাবুদের ফেরেশতা কাছে দাঁড়িয়ে রইলেন।


অবশ্য আমি তা কাঁধে বহন করবো, আমার পাগড়ী বলে তা বাঁধব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন