ইয়োব 28:9 - কিতাবুল মোকাদ্দস9 মানুষ দৃঢ় শৈলে হস্তক্ষেপ করে, পর্বতদেরকে সমূলে উল্টিয়ে ফেলে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 মানুষজন তাদের হাত দিয়ে সেই অতি কঠিন পাষাণ-পাথরে হামলা চালায় ও পর্বত-মূল উন্মুক্ত করে দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 কিন্তু মানুষ সুকঠিন পাথর খোঁড়ে, পাহাড়-পর্বতের মূল উৎপাটন করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 মনুষ্য দৃঢ় শৈলে হস্তক্ষেপ করে, পর্ব্বতদিগকে সমূলে উল্টাইয়া ফেলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 শ্রমিকরা দৃঢ়তম পাথরকেও ভেঙে ফেলে। ঐ শ্রমিকরা সমস্ত পর্বত খুঁড়ে খনি উন্মুক্ত করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 মানুষ শক্ত পাথরের ওপর তার হাত রাখে; সে পাহাড়দের সমূলে উল্টিয়ে ফেলে। অধ্যায় দেখুন |