Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 28:6 - কিতাবুল মোকাদ্দস

6 তার পাথর নীলকান্ত মণির জন্মস্থান, তার ধূলিকণার মধ্যে সোনা থাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 সেখানকার পাষাণ-পাথরগুলিতে নীলকান্তমণি পাওয়া যায়, ও সেখানকার ধুলোয় দলা দলা সোনা মিশে থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তাহার প্রস্তর নীলকান্ত মণির জন্মস্থান, তাহার ধূলি সুবর্ণসম্বলিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 মাটির নীচে নীলকান্ত মণি এবং খাঁটি সোনা রয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তার পাথর যেখানে নীলকান্ত মণি পাওয়া যায় এবং এটার ধূলোয় সোনা থাকে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 28:6
7 ক্রস রেফারেন্স  

ওফীরের সোনা তার সমতূল্য নয়, বহুমূল্য গোমেদক ও নীলকান্তমণিও নয়।


আর তাঁরা ইসরাইলের আল্লাহ্‌কে দর্শন করলেন; তাঁর চরণতলের স্থান নীলকান্তমণি-নির্মিত শিলা-স্তরের কাজের মত এবং নির্মলতায় সাক্ষাৎ আসমানের মত ছিল।


নগরের প্রাচীরের ভিত্তিমূলগুলো সব রকম মূল্যবান মণিতে ভূষিত; প্রথম ভিত্তিমূল সূর্যকান্তের, দ্বিতীয়টি নীলকান্তের, তৃতীয়টি তাম্রমণির, চতুর্থটি মরকতের,


হে দুঃখিনী, হে ঝড়ে আলোড়িতা, সান্ত্বনা-বঞ্চিতা, দেখ, আমি উজ্জ্বল পাথর দিয়ে তোমাকে তৈরি করবো, নীলকান্তমণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করবো;


তাঁর হাত বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মত; তাঁর উদর নীলকান্তমণিতে খচিত হাতির দাঁতের শিল্পকর্মের মত।


মাটি থেকে শস্যের উৎপত্তি হয়, তার নিম্নভাগ যেন আগুন দ্বারা লণ্ডভণ্ড হয়।


সেই পথ চিলের অজ্ঞাত, তা শকুনীর চোখের অগোচর;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন