Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 28:26 - কিতাবুল মোকাদ্দস

26 যখন তিনি বৃষ্টির নিয়ম স্থাপন করলেন, বিদ্যুৎ ও মেঘ-গর্জনের পথ স্থির করলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

26 যখন তিনি বর্ষার জন্য এক আদেশ জারি করেছিলেন ও বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো বৃষ্টির জন্য এক পথ স্থির করেছিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 বর্ষার রীতিপ্রকৃতি স্থির করে দিলেন বিদ্যুৎ বজ্রের গতিপথ নির্ধারিত করলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 যখন তিনি বৃষ্টির নিয়ম নিরূপণ করিলেন, বিদ্যুৎ ও মেঘগর্জ্জনের পথ স্থির করিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 এবং সেখানে কতটা জল থাকবে এবং মেঘ গর্জনের পথ স্থির করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 তিনি বৃষ্টির জন্য আদেশ করলেন এবং বর্জ-বিদ্যুতের জন্য পথ তৈরী করলেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 28:26
20 ক্রস রেফারেন্স  

বজ্র-বিদ্যুতের জন্য কে পথ করেছে,


তিনি সমস্ত আসমানের নিচে তা পাঠান, দুনিয়ার অন্ত পর্যন্ত তাঁর বিদ্যুৎ চালান।


তোমরা শেষ বর্ষার সময়ে মাবুদের কাছে বৃষ্টি যাচ্ঞা কর; মাবুদ বিদ্যুতের উৎপাদক। তিনি লোকদের প্রচুর বৃষ্টি দেবেন, প্রত্যেক জনের ক্ষেতে ঘাস দেবেন।


আর শস্য পাকবার তিন মাস আগে আমিও তোমাদের থেকে বৃষ্টি নিবারণ করলাম; এক নগরে বৃষ্টি ও অন্য নগরে অনাবৃষ্টি দিলাম; একটি ক্ষেত পানিতে সিক্ত হল, অন্য ক্ষেতটি পানির অভাবে শুকিয়ে গেল।


জাতিদের অসার দেবতাদের মধ্যে এমন কে আছে যে বৃষ্টি দিতে পারে? কিংবা আসমান কি পানি বর্ষণ করতে পারে? হে মাবুদ, আমাদের আল্লাহ্‌, তুমিই কি সেই বৃষ্টিদাতা নও? এজন্য আমরা তোমার অপেক্ষায় থাকব, কেননা তুমিই এসব করে থাক।


আগুন ও শিলা, তুষার ও বাষ্প, তাঁর হুকুম পালন-করা প্রচণ্ড বায়ু;


যেন মরুভূমি ও শুকনো স্থান তৃপ্ত হয়, এবং কোমল ঘাস উৎপন্ন হয়?


এছাড়া, আল্লাহ্‌ ঘন মেঘ পানিতে পূর্ণ করেন, তাঁর বিদ্যুতের মেঘ বিস্তার করেন।


তিনি তাঁর অঞ্জলি বিদ্যুতে পূর্ণ করেন, তাকে লক্ষ্যে বিধবার হুকুম দেন।


দেখুন আল্লাহ্‌ মহান, আমরা তাঁকে জানি না; তাঁর বর্ষ-সংখ্যার সন্ধান পাওয়া যায় না।


তখন প্রজ্ঞাকে দেখলেন ও প্রচার করলেন, তা স্থাপন করলেন, তার সন্ধানও করলেন;


ফলে তিনি তুষারকে বলেন, দুনিয়াতে পড়, সামান্য বৃষ্টিকেও তা বলেন, তাঁর মূষলধারার বৃষ্টিকেও বলেন।


যেন নির্জন দেশে বৃষ্টি পড়ে, জনশূন্য মরুভূমিতে বর্ষা হয়,


তিনি দুনিয়ার প্রান্ত থেকে বাষ্প উত্থাপন করেন, তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ উৎপন্ন করেন, তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।


মাবুদ নিজের পথের আরম্ভে আমাকে পেয়েছিলেন, তাঁর কাজগুলোর আগে, পূর্বাবধি।


তিনি পানির সমস্ত বিন্দু আকর্ষণ করেন, সেগুলো তার বাষ্প থেকে বৃষ্টিরূপে পড়ে;


মেঘমালার বিস্তারণ কেউ কি বুঝতে পারে? তাঁর বজ্রের গর্জন কে বোঝে?


শোন শোন, ঐ তাঁর গর্জনের শব্দ, ঐ তাঁর মুখ থেকে বের হওয়া স্বর।


এর পরে গর্জনের আওয়াজ আসে, তিনি তাঁর মহান স্বরে বজ্রনাদ করেন; তাঁর বাণী শোনা যায়, তিনি ঐ সমস্ত রোধ করেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন