Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 26:4 - কিতাবুল মোকাদ্দস

4 তুমি কার কাছে কথা বললে? তোমার মুখ থেকে কার নিশ্বাস বের হল?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 এসব কথা বলতে কে তোমাকে সাহায্য করেছে? আর তোমার মুখ থেকে কার অন্তরাত্মা কথা বলেছে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 কার সাহায্য নিয়ে তুমি এসব কথা বলছ? কার মনোভাব তোমার কথার প্রকাশ পাচ্ছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তুমি কাহার কাছে কথা কহিলে? তোমা হইতে কাহার নিঃশ্বাস নির্গত হইল?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 কে তোমাদের এসব বলতে সাহায্য করেছে? কার আত্মা তোমাদের উৎসাহিত করেছে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কার সাহায্যে তুমি এই সব কথা বলছ? কার আত্মা এটা যা তোমার থেকে বেরিয়ে আসছে?”

অধ্যায় দেখুন কপি




ইয়োব 26:4
9 ক্রস রেফারেন্স  

এজন্য আমি তোমাদের জানাচ্ছি যে, আল্লাহ্‌র রূহে কথা বললে, কেউ বলে না, ‘ঈসা বদদোয়া প্রাপ্ত হোক’ এবং পাক-রূহের আবেশ ছাড়া কেউ বলতে পারে না, ‘ঈসাই প্রভু’।


আর ধূলি আগের মত মাটিতে প্রতিগমন করবে; এবং রূহ্‌ যাঁর দান, সেই আল্লাহ্‌র কাছে প্রতিগমন করবে।


কেননা আমি কথায় পরিপূর্ণ, আমার অন্তরস্থ রূহ্‌ আমাকে প্ররোচিত করছে।


আমি নিজের অপমানসূচক উপদেশ শুনলাম, আমার বুদ্ধি থেকে রূহ্‌ আমাকে উত্তর যোগায়।


প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে! বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করলে!


জলরাশির নিচে ও জলচর প্রাণীদের নিচে, মৃতদের রূহ্‌ ভয়ে ভীষণ কাঁপছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন