Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 26:3 - কিতাবুল মোকাদ্দস

3 প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে! বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করলে!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 প্রজ্ঞাবিহীন মানুষকে তুমি কী পরামর্শ দিয়েছ! আর তুমি কী মহা পরিজ্ঞান দেখিয়েছ!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যার কোন জ্ঞান নেই কি সুপরামর্শই না দিলে তাকে। কি বিশুদ্ধ জ্ঞানের কথাই না শোনালে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে! বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করিলে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সত্যিই, যে লোকের কোন প্রজ্ঞা নেই, তাকে তোমরা চমৎ‌‌কার উপদেশ দিয়েছো! তোমরা যে কত জ্ঞানী, তোমরা তা প্রদর্শন করেছো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 যার জ্ঞান নেই তাকে তুমি কেমন পরামর্শ দিলে এবং তাকে কেমন করে যুক্তিযুক্ত জ্ঞান প্রকাশ করলে!

অধ্যায় দেখুন কপি




ইয়োব 26:3
17 ক্রস রেফারেন্স  

কারণ আমি তোমাদেরকে আল্লাহ্‌র সমস্ত পরামর্শ জানাতে সঙ্কুচিত হই নি।


মঙ্গললের কোন কথা গোপন না করে তোমাদেরকে সকলই জানিয়েছি এবং প্রকাশ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে সঙ্কোচ করি নি;


এ কে, যে জ্ঞানহীন কথা দ্বারা মন্ত্রণাকে অন্ধকারে ঢেকে রাখে?


যদি বক্তব্য না থাকে, তবে আমার কথা শুনুন, নীরব হোন, আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দিই।


আমার কথা মনের সরলতা প্রকাশ করবে, আমার ওষ্ঠাধর যা জানে, সরল তা ভাবে বলবে।


কিন্তু তোমরা সকলে এখন ফিরে এসো, তোমাদের মধ্যে কাউকেও জ্ঞানবান দেখি না।


আহা! তোমরা একেবারে নীরব হয়ে থাকতে, তবে সেটাই হত তোমাদের প্রজ্ঞা।


কিন্তু তোমাদের মত আমারও বুদ্ধি আছে; তোমাদের থেকে আমি নিকৃষ্ট নই; বাস্তবিক, এরকম কথা কে না জানে?


আমার দ্বারা কি আমার আর উপকার হতে পারে? আমা থেকে কি বুদ্ধিকৌশল দূরীভূত হয় নি?


তুমি বলহীনের কেমন সাহায্য করলে! দুর্বল বাহুকে কেমন নিস্তার করলে!


তুমি কার কাছে কথা বললে? তোমার মুখ থেকে কার নিশ্বাস বের হল?


অবশ্য তোমরাই সেই লোক, যাদের সঙ্গে প্রজ্ঞা মরে যাবে!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন