Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 25:5 - কিতাবুল মোকাদ্দস

5 দেখ, তাঁর দৃষ্টিতে চন্দ্রও নিস্তেজ, তারাগণও নির্মল নয়;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয় ও তারাগুলিও বিশুদ্ধ নয়,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 দেখ, তাঁর দৃষ্টিতে চন্দ্র উজ্জ্বল নয়, নক্ষত্ররাজিও নয় অমলিন!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 দেখ, তাঁহার দৃষ্টিতে চন্দ্রও নিস্তেজ, তারাগণও নির্ম্মল নহে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ঈশ্বরের চোখে চাঁদ পর্যন্ত উজ্জ্বল নয়, তারারাও খাঁটি নয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 দেখ, এমনকি চাঁদেরও কোন উজ্জ্বলতা নেই তাঁর কাছে; তারারা তাঁর চোখে শুদ্ধ নয়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 25:5
9 ক্রস রেফারেন্স  

দেখ, তিনি তাঁর পবিত্রগণেও বিশ্বাস করেন না, তাঁর দৃষ্টিতে আকাশও নির্মল নয়।


কারণ যা একদা মহিমাযুক্ত করা হয়েছিল, এখনকার মহান মহিমার কারণে তার সেই মহিমা হারিয়ে ফেলেছিল।


আর চন্দ্র মলিন ও সূর্য লজ্জিত হবে, কেননা বাহিনীগণের মাবুদ সিয়োন পর্বতে ও জেরুশালেমে রাজত্ব করবেন; এবং তাঁর প্রধানবর্গের সম্মুখে প্রতাপ থাকবে।


যখন তেজোময় সূর্যকে দেখেছি, জ্যোৎস্না-ভরা চন্দ্রকে দেখেছি,


তুমি খাঁটিদের সঙ্গে খাঁটি ব্যবহার করবে, কুটিলের সঙ্গে চতুরতা ব্যবহার করবে।


দেখ, তিনি নিজের গোলামদেরকেও বিশ্বাস করেন না, তাঁর ফেরেশতাদের মধ্যেও ত্রুটির দোষারোপ করেন।


আমি নিশ্চয় জানি, তা-ই বটে, আল্লাহ্‌র কাছে মানুষ কিভাবে ধার্মিক হতে পারে?


মানুষ, স্ত্রীলোকের গর্ভজাত সকলে, অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন