Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 25:2 - কিতাবুল মোকাদ্দস

2 প্রভুত্ব ও ভয়ানকতা তাঁর, তিনি তাঁর উঁচু স্থানে থেকে শাস্তি বিধান করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 “আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 প্রভুত্ব ও ভয়ানকতা তাঁহার, তিনি আপন উচ্চস্থানে থাকিয়া শাস্তি বিধান করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “ঈশ্বরই শাসক। প্রতিটি লোককে তাঁর সামনে সভয়ে দাঁড়াতে হবে। তাঁর ঊর্দ্ধলোকের রাজ্যে তিনি শান্তি বজায় রাখেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “কর্তৃত্ব এবং ভয়ানকতা তাঁর; তিনি তাঁর স্বর্গের উঁচু জায়গায় শাস্তি বিধান করেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 25:2
27 ক্রস রেফারেন্স  

আর পর্বত ও শৈলগুলোকে বলতে লাগল, আমাদের উপরে পড়, যিনি সিংহাসনে বসে আছেন, তাঁর সম্মুখ থেকে এবং মেষশাবকের গজব থেকে আমাদের লুকিয়ে রাখ;


এবং তাঁর ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করে তাঁর দ্বারা যেন নিজের সঙ্গে বেহেশতের হোক, বা দুনিয়ার হোক, সকলই সম্মিলিত করেন, তাঁর দ্বারাই করেন।


যিনি একমাত্র আল্লাহ্‌ আমাদের নাজাতদাতা, আমাদের প্রভু ঈসা মসীহ্‌ দ্বারা তাঁরই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক, সকল যুগের পূর্বাবধি, আর এখন এবং সমস্ত যুগপর্যায়ে হোক। আমিন।


তখন ঈসা কাছে এসে তাঁদের সঙ্গে কথা বললেন। তিনি তাঁদের বললেন, বেহেশতে ও দুনিয়াতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে।


শান্তি, শান্তি নিকটবর্তী ও দূরবর্তী উভয়েরই, মাবুদ এই কথা বলেন; হ্যাঁ, আমি তাকে সুস্থ করবো!


ধন্য যারা মিলন করে দেয়, কারণ তারা আল্লাহ্‌র পুত্র বলে আখ্যায়িত হবে।


কেননা যিনি উঁচু ও উন্নত, যিনি অনন্তকাল-নিবাসী, যাঁর নাম “পবিত্র”, তিনি এই কথা বলেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্র রূহ্‌ সম্পন্ন মানুষের সঙ্গেও বাস করি, যেন নম্র লোকদের রূহ্‌ ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি।


আর আমাদেরকে পরীক্ষাতে এনো না, কিন্তু মন্দ থেকে রক্ষা কর।


দেখ, এখনও আমার সাক্ষ্য বেহেশতে আছে, আমার সাক্ষী ঊর্ধ্বস্থানে থাকেন।


পরে শূহীয় বিল্‌দদ জবাবে বললেন,


ঊর্ধ্ববাসী আল্লাহ্‌ থেকে কি প্রকার অংশ প্রাপ্তি হয়? বেহেশতের সর্বশক্তিমান থেকে কি প্রকার অধিকার প্রাপ্তি হয়?


দেখুন, আল্লাহ্‌ পরাক্রমী, তবু কাউকেও তুচ্ছ করেন না; তিনি বুদ্ধিবলে পরাক্রমী।


দেখুন, আল্লাহ্‌ তাঁর পরাক্রমে সর্বোচ্চ, তাঁর মত কে শিক্ষা দিতে পারে?


সর্বশক্তিমান! তিনি আমাদের বোধের অগম্য; তিনি পরাক্রমে মহান, তিনি ন্যায়বিচার ও ধার্মিকতার বিরুদ্ধাচরণ করেন না।


আমি জানি, তুমি সবই করতে পার; কোন সঙ্কল্প সাধন তোমার অসাধ্য নয়।


আল্লাহ্‌কে বল, তোমার সমস্ত কাজ কি বিস্ময়কর! তোমার পরাক্রমের মহত্ত্বে তোমার দুশমনেরা, তোমার কর্তৃত্ব স্বীকার করবে।


তুমি বেহেশত থেকে বিচারাজ্ঞা শুনালে, দুনিয়া ভয় পেল, নিস্তব্ধ হল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন