Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 24:5 - কিতাবুল মোকাদ্দস

5 দেখ, মরুভূমিস্থ বন্য গাধাগুলোর মত তারা নিজের কাজে গিয়ে গ্রাসের খোঁজ করে; জঙ্গল তাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 মরুভূমির বুনো গাধাদের মতো, দরিদ্রেরা তন্নতন্ন করে খাদ্য খুঁজে বেড়ায়; পতিত জমি তাদের সন্তানদের জন্য খাদ্য জোগায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 গরীব লোকেরা বন্য গর্দভদের মত মরুপ্রান্তরে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়, তাদের সন্তানদের জন্য খাদ্য সংগ্রহ করার আর কোন স্থান নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 দেখ, প্রান্তরস্থ বনগর্দ্দভ সকলের ন্যায় তাহারা নিজ কর্ম্মে গিয়া গ্রাসের অন্বেষণ করে; জঙ্গল তাহাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 “দরিদ্র লোকগুলো খাবারের সন্ধানে বুনো গাধার মত মরুভূমিতে ঘুরে বেড়ায়। খাদ্যের সন্ধানে তারা খুব সকালে উঠে পড়ে। তাদের ছেলেমেয়েদের খাদ্যের জন্য তারা জনহীন স্থানে খাবার খুঁজে বেড়ায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 দেখ, ঠিক মরুপ্রান্তের বুনো গাধার মত, এই গরিব লোকেরা তাদের কাজে বাইরে যায়, যত্ন করে খাবার খোঁজে; জঙ্গল তাদের সন্তানদের জন্য খাবার যোগায়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 24:5
16 ক্রস রেফারেন্স  

মানুষ তার কাজে বের হয়, আর সন্ধ্যাকাল পর্যন্ত পরিশ্রম করে।


দিন হলে ইহুদীরা ষড়যন্ত্র করে নিজেদের একটি প্রতিজ্ঞায় আবদ্ধ করলো, বললো, আমরা যে পর্যন্ত পৌলকে হত্যা না করবো, সেই পর্যন্ত ভোজন বা পান করবো না।


পরে লোকেরা ঈসাকে কাইয়াফার কাছ থেকে খুব ভোরে রাজপ্রাসাদে নিয়ে গেল। আর তারা যেন নাপাক না হয়, কিন্তু ঈদুল ফেসাখের মেজবানী ভোজন করতে পারে, এজন্য তারা রাজপ্রাসাদে প্রবেশ করলো না।


তার মধ্যস্থিত কর্মকর্তারা গর্জনকারী সিংহ, তার বিচারকরা সন্ধ্যা-কালীন নেকড়ে বাঘ; তারা সকাল বেলার জন্য কিছুমাত্র অবশিষ্ট রাখে না।


ধিক্‌ তাদেরকে, যারা নিজ নিজ বিছানায় অধর্ম কল্পনা ও কুকর্ম স্থির করে! তারা রাত প্রভাত হওয়ামাত্র তা সাধন করে, কেননা তা তাদের ক্ষমতার অধীন।


ওরা তো আশেরিয়া দেশ গেল, সে এমন বন্য গাধা, যে একাকী থাকে; আফরাহীম প্রেমিকদেরকে পণ দিয়েছে।


কারণ তারা যখন ঘাঁটি বসায়, তখন তুন্দুরের মত নিজেদের অন্তর প্রস্তুত করে, তাদের রুটি-ওয়ালা সমস্ত রাত ঘুমিয়ে থাকে, প্রাতঃকালে সেই তুন্দুর যেন প্রচণ্ড আগুনে জ্বলে।


যা অভিলাষক্রমে বায়ু আহার করে; তার কামাবেশে কে তাকে ফিরাতে পারে? যারা তার খোঁজ করে তারা নিজেদের ক্লান্ত করবে না, তার নিয়মিত মাসে তাকে পাবে।


কেননা দুষ্কর্ম না করলে তাদের নিদ্রা হয় না, কারো হোঁচট না লাগালে তাদের নিদ্রা দূরে যায়।


হত্যাকারী খুব ভোরে উঠে, দুঃখী ও দীনহীনকে মেরে ফেলে, রাতের বেলায় সে চোরের সমান হয়।


দস্যুদের তাঁবু শান্তিযুক্ত, আল্লাহ্‌কে যারা ক্রুদ্ধ করে, তারা নির্বিঘ্নে থাকে, আল্লাহ্‌ তাদের হাতে ধন দেন।


ক্ষুধিত লোক তার শস্য খেয়ে ফেলে, কাঁটার বেড়া ভেঙে তা হরণ করে, ফাঁদ তার সম্পত্তি গ্রাস করে।


তুমি তলোয়ার দ্বারা জীবিকা নির্বাহ করবে এবং তোমার ভাইয়ের গোলাম হবে; কিন্তু যখন তুমি আস্ফালন করবে, তোমার ঘাড় থেকে তার যোঁয়ালি ফেলে দেবে।


আর সে বন্য গর্দভের মত স্বাধীন হবে; সে সকলের বিরোধিতা করবে ও সকলে তার বিরুদ্ধে যাবে; সে তার সকল ভাইয়ের পূর্ব দিকে বসতি করবে।


তারা ক্ষেতে ওর পশুর খাদ্যশস্য কেটে ফেলে, দুর্জনের আঙ্গুর-ক্ষেতে অবশিষ্ট ফল চয়ন করে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন