Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 24:19 - কিতাবুল মোকাদ্দস

19 অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন বরফ-গলা পানিকে, পাতাল তেমনি গুনাহ্‌গারদেরকে হরণ করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

19 যেভাবে উত্তাপ ও খরা গলা বরফ ছিনিয়ে নিয়ে যায়, সেভাবে কবরও যারা পাপ করেছে তাদের ছিনিয়ে নেয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 খরায় ও তাপে যেমন তুষার উবে যায় পাপিষ্ঠেরাও তেমনি জীবলোক থেকে অদৃশ্য হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন হিমানী-জলকে, পাতাল তেমনি পাপীদিগকে হরণ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 শীতের তুষার থেকে খরা এবং তাপ জল শুষে নেয়। একই রকম ভাবে, পাতাল পাপীদের হরণ করে নেয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 খরা এবং তাপ বরফ জলকে গ্রাস করে; তেমনি পাতাল গ্রাস করে পাপীদেরকে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 24:19
12 ক্রস রেফারেন্স  

কালক্রমে ঐ ভিখারি মারা গেল, আর ফেরেশতারা তাকে নিয়ে ইব্রাহিমের কোলে বসালেন।


তারা পাতালের জন্য নিযুক্ত ভেড়ার পালের মত, মৃত্যু তাদেরকে চরাবে; সরল লোকেরা প্রভাতে তাদের উপরে কর্তৃত্ব করবে; তাদের রূপ পাতালে নষ্ট হবে, তার কোন বসতিস্থান আর থাকবে না।


তারা সুখে তাদের আয়ু যাপন করে। পরে এক নিমিষের মধ্যে পাতালে নামে।


কিন্তু আল্লাহ্‌ তাকে বললেন, হে নির্বোধ, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে দাবি করে নেওয়া যাবে, তবে তুমি এই যে আয়োজন করলে, এসব কার হবে?


দুষ্ট লোক নিজের দুষ্কার্যে নিপাতিত হয়, কিন্তু মরণকালেও ধার্মিকের প্রত্যাশা থাকে।


বাতাসে যেমন ধোঁয়া উড়ে যায়, তেমনি তুমি তাদেরকে উড়িয়ে নিয়ে যাও; যেমন আগুনের সম্মুখে মোম গলে যায়, তেমনি আল্লাহ্‌র সম্মুখে দুষ্টরা বিনষ্ট হোক।


কেউ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে, সব রকম বিশ্রাম ও শান্তি থাকতে মরে।


তা হলে এখন শয়ন করে বিশ্রাম করতাম, নিদ্রিত হতাম, শান্তি পেতাম;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন