Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 23:17 - কিতাবুল মোকাদ্দস

17 যদি আমি অন্ধকারে অবসন্ন হতে পারতাম, ঘোর অন্ধকার আমার মুখ আচ্ছন্ন করে রাখত!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 তবুও অন্ধকার দ্বারা আমি নীরব হইনি, সেই ঘন অন্ধকার দ্বারাও হইনি যা আমার মুখ ঢেকে রাখে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 অন্ধকার আমাকে ঘিরে রেখেছে, নিবিড় অন্ধকারে আমার মুখ আবত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 কারণ আমি অন্ধকারপ্রযুক্ত অবসন্ন হইয়াছি, এমন নয়, ঘোর অন্ধকারে আমার মুখ আচ্ছন্ন বলিয়া নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 যে মন্দ ঘটনাগুলো আমার ক্ষেত্রে ঘটেছে তা আমার মুখে কালো মেঘের মত ছেয়ে আছে। সেই অন্ধকার আমাকে চুপ করে থাকতে দেবে না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 এমন নয় যে আমি অন্ধকারের দ্বারা নীরব হয়ে আছি, না ঘন অন্ধকার আমার মুখ ঢেকে দিয়েছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 23:17
10 ক্রস রেফারেন্স  

তিনি অলঙ্ঘনীয় প্রাচীর দ্বারা আমার পথ রুদ্ধ করেছেন, আমার সমস্ত পথ অন্ধকারে ঢেকে দিয়েছেন।


ধার্মিক বিনষ্ট হচ্ছে, কিন্তু কেউ সেই বিষয়ে মনোযোগ করে না; আল্লাহ্‌ভক্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কেউ বিবেচনা করে না। তবুও বিপদের সম্মুখ থেকে ধার্মিককে নিয়ে যাওয়া হচ্ছে।


অন্ধকার হয়েছে, তুমি দেখতে পাচ্ছ না, পানির বন্যা তোমাকে আচ্ছন্ন করেছে।


সে আলো থেকে অন্ধকারে দূরীকৃত হবে, সে সংসার থেকে বিতাড়িত হবে;


তার তাঁবুতে আলো অন্ধকার হয়ে যাবে, তার উপরিস্থ প্রদীপ নিভে যাবে।


সে বিশ্বাস করে না যে, অন্ধকার থেকে সে ফিরে এল, সে তলোয়ারের জন্য নির্ধারিত।


হ্যাঁ, আল্লাহ্‌ অনুগ্রহ করে আমাকে চূর্ণ করুন, হাত প্রসারণ করে আমাকে কেটে ফেলুন;


অতএব দেখ, আমি তোমার পূর্বপুরুষদের কাছে তোমাকে সংগ্রহ করবো; তুমি শান্তিতে কবর পাবে এবং আমি এই স্থানের উপরে যেসব অমঙ্গল আনবো, তোমার চোখ সেই সমস্ত দেখবে না। পরে তাঁরা আবার বাদশাহ্‌কে এই কথার সংবাদ দিলেন।


কেন আমাকে গর্ভ থেকে বের করেছিলে? আমি সেখানে প্রাণত্যাগ করতাম, কারো দৃষ্টিগোচর হতাম না।


আমার যদি জন্ম না হত, জঠর থেকেই কবরে নেওয়া হত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন