Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 22:27 - কিতাবুল মোকাদ্দস

27 তাঁর কাছে ফরিয়াদ করবে, তিনি তোমার কথা শুনবেন, তুমি তোমার সমস্ত মানত পূর্ণ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

27 তুমি তাঁর কাছে প্রার্থনা করবে, এবং তিনি তোমার প্রার্থনা শুনবেন, ও তুমি তোমার মানতগুলি পূরণ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 তুমি তাঁর কাছে প্রার্থনা নিবেদন করবে, আর তিনি তোমার প্রার্থনা শুনবেন, তুমি তাঁর উদ্দেশে পূর্ণ করবে তোমার মানত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 তাঁহার কাছে বিনতি করিবে, তিনি তোমার কথা শুনিবেন, তুমি আপন মানত সকল পূর্ণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 তুমি তাঁর কাছে প্রার্থনা করবে এবং তিনি তোমার প্রার্থনা শুনবেন। তবেই তুমি তোমার প্রতিশ্রুতি রাখতে পারবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 তুমি তাঁর কাছে তোমার প্রার্থনা করবে এবং তিনি তোমার প্রার্থনা শুনবেন; তুমি তোমার মানত পূর্ণ করবে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 22:27
22 ক্রস রেফারেন্স  

সেই সময়ে তুমি ডাকবে ও মাবুদ উত্তর দেবেন; তুমি আর্তনাদ করবে ও তিনি বলবেন, এই যে আমি। যদি তুমি নিজের মধ্য থেকে অত্যাচারের জোয়াল, অঙ্গুলির তর্জন ও অধর্মের কথা দূর কর,


আমি মাবুদকে মহব্বত করি, কারণ তিনি আমার স্বর ও আমার বিনতি শোনেন।


সে আমাকে ডাকবে, আমি তাকে উত্তর দেব; আমি সঙ্কটে তার সঙ্গে থাকব; আমি তাকে উদ্ধার করবো, গৌরবান্বিতও করবো।


আল্লাহ্‌র কাছে মানত করলে তা পরিশোধ করতে বিলম্ব করো না, কারণ হীনবুদ্ধি লোকদের উপর তাঁর সন্তোষ নেই; যা মানত করবে, তা পরিশোধ করো।


এভাবে দরিদ্রের কান্না তার কাছে আনা হল; আর তিনি দুঃখীদের কান্না শুনলেন।


সে আল্লাহ্‌র কাছে মুনাজাত করে, আর তিনি তার প্রতি খুশি হন, তাই সে হর্ষধ্বনিপূর্বক তাঁর মুখ দর্শন করে, আর তিনি মানুষকে তার ধার্মিকতা ফিরিয়ে দেন।


কিন্তু আমি তোমার উদ্দেশে প্রশংসা-গজল সহ কোরবানী করবো; আমি যে মানত করেছি, তা পূর্ণ করবো; মাবুদেরই কাছেই উদ্ধার।


আমি মাবুদের কাছে আমার সমস্ত মানত পূর্ণ করবো; তাঁর সমস্ত লোকের সাক্ষাতেই করবো।


হে আল্লাহ্‌, আমি তোমার কাছে মানতে আবদ্ধ; আমি তোমাকে শুকরিয়ার উপহার দেব।


তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে কিছু মানত করলে তা দিতে বিলম্ব করো না; কেননা তোমার আল্লাহ্‌ মাবুদ অবশ্য তা তোমা থেকে আদায় করবেন; না দিলে তোমার গুনাহ্‌ হবে।


যদি নির্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার জন্য জাগবেন, ও তোমার ধর্মনিবাস শান্তিযুক্ত করবেন।


তুমি যদি তোমার অন্তর স্থির কর, যদি তাঁর অভিমুখে অঞ্জলি প্রসারণ কর;


সে কি সর্বশক্তিমানে আমোদ করে? নিত্য কি আল্লাহ্‌কে আহ্বান করে?


কেননা, হে আল্লাহ্‌, তুমিই আমার সমস্ত মানত শুনেছ, যারা তোমার নাম ভয় করে, তাদের অধিকার তাদেরকে দিয়েছ।


পরে যিহোয়াহস মাবুদের কাছে ফরিয়াদ জানালেন, আর মাবুদ তাঁর মুনাজাতে কান দিলেন, কেননা অরামের বাদশাহ্‌ ইসরাইলে যে জুলুম করতেন, সেই জুলুম তিনি দেখলেন।


আর যাবেষ ইসরাইলের আল্লাহ্‌কে ডাকলেন, বললেন, আহা, তুমি সত্যিই আমাকে দোয়া কর, আমার অধিকার বৃদ্ধি কর ও তোমার হাত আমার সঙ্গে সঙ্গে থাকুক; আর আমি যেন দুঃখ না পাই, এজন্য মন্দ থেকে আমাকে রক্ষা কর। তাতে আল্লাহ্‌ তাঁর যাচিত বিষয় দান করলেন।


এভাবে তাঁর কাছে মুনাজাত করলে তিনি তাঁর মুনাজাত গ্রাহ্য করলেন, তাঁর ফরিয়াদ শুনে তাঁকে পুনর্বার জেরুশালেমে তাঁর রাজ্যে আনলেন। তখন মানশা জানতে পারলেন যে, মাবুদই আল্লাহ্‌।


আর তোমরা আমাকে আহ্বান করবে এবং গিয়ে আমার কাছে মুনাজাত করবে, আর আমি তোমাদের কথায় কান দিব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন