Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 22:24 - কিতাবুল মোকাদ্দস

24 যদি ধুলার মধ্যে তোমার সোনা ফেলে দাও, স্রোতের মধ্যে তোমার ওফীরের সোনা ফেলে দাও;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 ও তোমার সোনার তাল ধুলোতে রাখো, তোমার ওফীরের সোনা গিরিখাতের পাষাণ-পাথরের মধ্যে রাখো,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 তুমি যদি তোমার সোনা-দানা ধূলায় ছড়িয়ে দাও, ওফির দেশের খাঁটি সোনা যদি নদীখাতের পাথরগুলির মধ্যে ছুঁড়ে ফেল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 ধূলার মধ্যেই কাঞ্চন রাখ, স্রোতোমার্গস্থ প্রস্তরসমূহের মধ্যে ওফীরের সুবর্ণ রাখ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 নিজের জমানো সোনাকে আবর্জনার বেশী কিছু ভেবো না, তোমার শ্রেষ্ঠ সোনাকেও নদীর নুড়ি-পাথরের মত তুচ্ছ জ্ঞান কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 তোমার সম্পত্তি ধূলোয় রাখ, স্রোতের পাথরের মধ্যে ওফীরের সোনা রাখ,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 22:24
14 ক্রস রেফারেন্স  

আমি উত্তম সোনা থেকেও মানুষকে, ওফীরের সোনা থেকেও মানুষকে দুষ্প্রাপ্য করবো।


তারা ওফীরে গিয়ে সেই স্থান থেকে চার শত বিশ তালন্ত সোনা নিয়ে বাদশাহ্‌ সোলায়মানের কাছে আনলো।


তোমার মহিলারত্নদের মধ্যে শাহ্‌জাদীরা আছেন, তোমার ডান দিকে দাঁড়িয়ে আছেন রাণী, ওফীরের সোনা দিয়ে সেজে আছেন।


সম্পদের বৃদ্ধি হয়েছে বলে, হাতে সমৃদ্ধি লাভ হয়েছে বলে যদি আনন্দ করে থাকি,


বাদশাহ্‌ জেরুশালেমে রূপাকে পাথরের মত ও এরস কাঠকে নিম্নভূমিস্থ সুকোমোর কাঠের মত প্রচুর করলেন।


আর হূরম ও সোলায়মানের যে গোলামেরা ওফীর থেকে সোনা নিয়ে আসত, তারা চন্দন কাঠ ও মণিও নিয়ে আসত।


আর হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেল যে ব্রোঞ্জের কোরবানগাহ্‌ তৈরি করেছিলেন তা মাবুদের শরীয়ত-তাঁবুর সম্মুখে ছিল; আর সোলায়মান ও সমাজের সমস্ত লোক সেই স্থানে এবাদত করলেন।


যিহোশাফট সোনার জন্য ওফীরে প্রেরণ করার জন্য তর্শীশের কয়েকটি জাহাজ নির্মাণ করলেন, কিন্তু সেগুলো গেল না, কেননা সেই জাহাজগুলো ইৎসিয়োন-গেবরে ধ্বংস হয়ে গিয়েছিল।


বাদশাহ্‌ সোলায়মানের সমস্ত পানপাত্র সোনার ছিল ও লেবানন অরণ্যস্থ বাড়ির যাবতীয় পাত্র খাঁটি সোনার ছিল; রূপার কিছুই ছিল না; সোলায়মানের অধিকারে তা কিছুরই মধ্যে গণ্য ছিল না।


এরা সকলে ইয়াকতানের সন্তান।


আর হীরমের যেসব জাহাজ ওফীর থেকে সোনা নিয়ে আসত, সেসব জাহাজ ওফীর থেকে বিস্তর চন্দন কাঠ ও মণিও আনত।


তবে সর্বশক্তিমানই তোমাদের সোনা হবেন, তোমার উজ্জ্বল রূপাস্বরূপ হবেন।


আমি যদি সোনাকে আশাভূমি করে থাকি, সোনাকে বলে থাকি, তুমি আমার সহায়,


সাবা, ওফীর, হবীলা ও যোবরের জন্ম দিলেন। এরা সকলে ইয়াকতানের সন্তান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন