Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 22:20 - কিতাবুল মোকাদ্দস

20 “সত্যই আমাদের দুশমনদের বিনষ্ট হয়েছে, আগুন ওদের অবশিষ্ট সম্পদ গ্রাস করেছে।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 ‘আমাদের শত্রুরা নিশ্চয় ধ্বংস হয়েছে, ও আগুন তাদের ধনসম্পদ গ্রাস করেছে।’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 তারা বলে: আমাদের শত্রুরা উচ্ছিন্ন হয়েছে, তারা যা কিছু রেখে গেছে সব পুড়ে ধ্বংস হয়েছে আগুনে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 “ সত্যই আমাদের বিপক্ষগণ বিনষ্ট হইয়াছে, অগ্নি উহাদের অবশেষ গ্রাস করিয়াছে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 ‘সত্যই তোমার শত্রুরা বিনষ্ট হয়েছে! অগ্নি ওদের সব সম্পদ জ্বালিয়ে দেবে!’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 এবং বলে, ‘সত্যিই যারা আমাদের বিরুদ্ধে ওঠেছে তারা ধ্বংস হয়েছে; আগুন তাদের সম্পত্তি গ্রাস করেছে।’

অধ্যায় দেখুন কপি




ইয়োব 22:20
14 ক্রস রেফারেন্স  

তার ধন হিসেবে সমুদয় অন্ধকার সঞ্চিত হয়, বিনা প্ররোচনায় আগুন তাকে গ্রাস করবে। তার তাঁবুতে অবশিষ্ট সকলই ভস্ম করবে।


সে কথা বলছিল, ইতোমধ্যে আর এক জন এসে বললো, আসমান থেকে আল্লাহ্‌র আগুন পড়ে ভেড়ার পাল ও যুবকদেরকে পুড়িয়ে দিল, তাদেরকে গ্রাস করলো; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।


সে অন্ধকার থেকে প্রস্থান করবে না; আগুনের শিখা তার শাখা শুকিয়ে ফেলবে, সে তার মুখের নিশ্বাসে উড়ে যাবে।


মনে করে দেখ, কে নির্দোষ হয়ে বিনষ্ট হয়েছে? কোথায় সরলাচারীরা উচ্ছিন্ন হয়েছে?


এমন সময়ে মাবুদ নিজের কাছ থেকে, আসমান থেকে, সাদুমের ও আমুরার উপরে গন্ধক ও আগুন বর্ষিয়ে সেই সমুদয় নগর,


আমরা কি তাঁর কাছে বিদেশিনীরূপে গণ্য নই? তিনি তো আমাদেরকে বিক্রি করেছেন এবং যা পেয়েছেন নিজেই ভোগ করেছেন।


এটাই আল্লাহ্‌ থেকে দুষ্ট মানুষের লভ্য অংশ, এটাই আল্লাহ্‌ নিরূপিত তার অধিকার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন