ইয়োব 22:15 - কিতাবুল মোকাদ্দস15 তুমি কি প্রাচীনকালের সেই পথ ধরবে, যার পথিকরা দুর্জন ছিল? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 তুমি কি সেই পুরানো পথই ধরবে যে পথে দুষ্টেরা পা ফেলেছিল? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তুমি কি দুর্জনদের অনুসৃত সেই পুরাণো পথেই চলার সঙ্কল্প করেছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তুমি কি প্রাক্কালের সেই পথ ধরিবে, যাহার পথিকগণ দুর্জ্জন ছিল? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 “ইয়োব তুমি সেই পুরানো পথেই চলছো যে পথে অতীতের মন্দ লোকরা চলেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তুমি কি সেই পুরানো পথেই চলবে, যাতে পাপী লোকেরা হেঁটেছে অধ্যায় দেখুন |