ইয়োব 21:33 - কিতাবুল মোকাদ্দস33 উপত্যকার মাটি তার সুখতর বোধ হবে, তারপর সকলে তার অনুগামী হবে, তার আগেও অসংখ্য লোক তদ্রূপ ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ33 উপত্যকার মাটি তাদের কাছে মিষ্টি লাগে; প্রত্যেকে তাদের অনুগামী হয়, ও অসংখ্য জনতা তাদের আগে আগে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 সমাধিভূমির মাটিও তার প্রতি সদয়, তার শবযাত্রার আগে ও পিছনে অসংখ্য লোক মিছিল করে যায় অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 তলভূমির মৃত্তিকা তাহার সুখকর বোধ হইবে, তাহার পরে সকলে তাহার অনুগামী হইবে, তাহার পূর্ব্বেও অসংখ্য লোক তদ্রূপ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 সেই মন্দ লোকের জন্য কবরের মাটিও রমনীয় হয়ে ওঠে। এবং তার শবযাত্রায় হাজার হাজার লোক অংশ নেয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 উপত্যকার মাটি তার কাছে মিষ্টি লাগবে; সমস্ত লোক তাকে অনুসরণ করবে, তার আগে অসংখ্য মানুষ যেমন সেখানে ছিল। অধ্যায় দেখুন |