Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 21:32 - কিতাবুল মোকাদ্দস

32 আর সে কবরে নীত হবে, লোকে তার কবর-স্থান পাহারা দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

32 তাদের কবরে বয়ে নিয়ে যাওয়া হয়, ও তাদের সমাধিতে পাহারা বসানো হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

32 সে কবরে গেলে তার কবরে পাহারা বসানো হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 আর সে কবরে নীত হইবে, লোকে তাহার কবর-স্থান চৌকি দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 যখন দুষ্ট ব্যক্তিকে কবরে বয়ে নিয়ে যাওয়া হয়, তার কবরের কাছে একজন রক্ষী দাঁড়িয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

32 তবুও সে কবরে জন্ম নেবে; লোকেরা তার কবরের ওপর লক্ষ রাখবে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 21:32
6 ক্রস রেফারেন্স  

কালক্রমে ঐ ভিখারি মারা গেল, আর ফেরেশতারা তাকে নিয়ে ইব্রাহিমের কোলে বসালেন।


তারা পাতালের জন্য নিযুক্ত ভেড়ার পালের মত, মৃত্যু তাদেরকে চরাবে; সরল লোকেরা প্রভাতে তাদের উপরে কর্তৃত্ব করবে; তাদের রূপ পাতালে নষ্ট হবে, তার কোন বসতিস্থান আর থাকবে না।


তার সম্মুখে তার পথ কে প্রকাশ করবে? তার কাজের ফল তাকে কে দেবে?


উপত্যকার মাটি তার সুখতর বোধ হবে, তারপর সকলে তার অনুগামী হবে, তার আগেও অসংখ্য লোক তদ্রূপ ছিল।


কিন্তু তোমরা মানুষের মত মরবে, অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন