Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 21:27 - কিতাবুল মোকাদ্দস

27 দেখ, আমি তোমাদের সমস্ত চিন্তা জানি, আমার বিরুদ্ধে তোমাদের অন্যায় সমস্ত সঙ্কল্প জানি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

27 “আমি বেশ ভালোই জানি তোমরা কী ভাবছ, যেসব ফন্দি এঁটে তোমরা আমার প্রতি অন্যায় করবে, আমি সেগুলিও জানি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 দেখ, তোমরা কি ভাবছ আমি তা জানি, আমার অপকারের জন্য তোমাদের পরিকল্পনাও আমি জানি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 দেখ, আমি তোমাদের চিন্তা সকল জানি, আমার বিরুদ্ধে তোমাদের অন্যায় সঙ্কল্প সকল জানি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 “কিন্তু আমি জানি তুমি কি চিন্তা করছো, এবং আমি জানি তুমি আমাকে আঘাত করতে চাইছো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 দেখ, আমি জানি তোমার চিন্তা এবং সেই পথ যাতে তোমরা আমার খারাপ চাও।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 21:27
14 ক্রস রেফারেন্স  

ঈসা তাদের তর্ক জেনে জবাবে তাদেরকে বললেন, তোমরা মনে মনে কেন তর্ক করছো?


তোমার সমস্ত হুকুম বিশ্বাসযোগ্য; লোকে মিথ্যা বলে আমাকে তাড়না করে; আমাকে সাহায্য কর।


কেননা কেউ যদি আল্লাহ্‌র উদ্দেশে বিবেক অনুযায়ী অন্যায় ভোগ করে দুঃখ সহ্য করে, তবে তা-ই সাধুবাদের বিষয়।


আমার বিনা অপরাধে তারা দৌড়ে এসে প্রস্তুত হচ্ছে; তুমি আমাকে দেখা দেবার জন্য জাগ্রত হও, দৃষ্টিপাত কর।


আইউবকে এসব বলবার পর মাবুদ তৈমনীয় ইলীফসকে বললেন, তোমার ও তোমার দুই বন্ধুর প্রতি আমার ক্রোধের আগুন জ্বলে উঠেছে, কারণ আমার গোলাম আইউব যেমন বলেছে, তোমরা আমার বিষয়ে তেমন যথার্থ কথা বল নি।


আবার তাঁর তিন বন্ধুর প্রতি তাঁর ক্রোধে জ্বলে উঠলেন, কারণ তারা জবাব দিতে না পেরেও আইউবকে দোষী করেছিলেন।


এটাই আল্লাহ্‌ থেকে দুষ্ট মানুষের লভ্য অংশ, এটাই আল্লাহ্‌ নিরূপিত তার অধিকার।


দুষ্টদের আনন্দগান ক্ষণকাল মাত্র স্থায়ী, আল্লাহ্‌বিহীন লোকদের হর্ষ নিমেষকাল মাত্র স্থায়ী?


এরা উভয়ে সমভাবে ধুলায় শায়িত হয়, উভয়ে কীটে আচ্ছন্ন হয়।


তোমরা বলছো, “সেই ভাগ্যবানের বাড়ি কোথায়? সেই দুর্জনদের বসতির তাঁবু কোথায়?”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন