Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 21:22 - কিতাবুল মোকাদ্দস

22 কেউ কি আল্লাহ্‌কে জ্ঞান শিক্ষা দেবে? তিনি তো ঊর্ধ্ববাসীদেরও শাসন করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

22 “কেউ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিতে পারে, যেহেতু তিনি উচ্চতমেরও বিচার করেন?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 যিনি ঊর্ধ্বস্থ, যিনি সকলের বিচার করেন সেই ঈশ্বরকে কি কেউ কিছু শিখাতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 কেহ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিবে? তিনি ত ঊর্দ্ধবাসীদেরও শাসন করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 “কেউই ঈশ্বরকে জ্ঞানের শিক্ষা দিতে পারে না। ঈশ্বর গুরুত্বপূর্ণ লোকদেরও বিচার করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 কেউ কি ঈশ্বরকে জ্ঞানের শিক্ষা দিতে পারে, যেহেতু যারা উচ্চ তিনি তাদেরও বিচার করেন?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 21:22
23 ক্রস রেফারেন্স  

কেননা প্রভুর মন কে জেনেছে? “কে-ই বা তাঁর পরামর্শদাতা হয়েছে?”


কেননা “কে প্রভুর মন জেনেছে যে, তাঁকে উপদেশ দিতে পারে?” কিন্তু মসীহের মন আমাদের আছে।


আর যে ফেরেশতারা নিজেদের অধিকারের সীমা রক্ষা না করে নিজের বাসস্থান পরিত্যাগ করেছিল, তাদেরকে তিনি মহাদিনের বিচারের জন্য ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীন শিকলে বেঁধে রেখেছেন।


কারণ যে ফেরেশতারা গুনাহ্‌ করেছিল আল্লাহ্‌ তাদেরকে মাফ করেন নি, কিন্তু দোজখের অন্ধকার কারাকূপে ফেলে দিয়ে বিচারের জন্য রেখে দিয়েছেন।


তোমরা কি জান না যে, আমরা ফেরেশতাদের বিচার করবো, তবে দুনিয়াবী বিষয় বিচার করা কি সামান্য কথা নয়?


ধিক্‌ তাকে, যে তাঁর নির্মাতার সঙ্গে ঝগড়া করে; সে তো মাটির খোলার মধ্যবর্তী খোলা মাত্র। মাটি কি কুমারকে বলবে, ‘তুমি কি নির্মাণ করছো?’ তোমার সৃষ্ট বস্তু কি বলবে, ‘ওর হাত নেই’?


তুমি দেশে দরিদ্রের জুলুম, কিংবা বিচার ও ধার্মিকতার খণ্ডন দেখলে সেই ব্যাপারে চমৎকৃত হয়ো না, কেননা উচ্চপদস্থ লোকের চেয়ে উচ্চতর পদান্বিত এক জন রক্ষক আছেন; আবার যিনি উচ্চতম, তিনি উভয়ের কর্তা।


আল্লাহ্‌ বেহেশতী সভায় তাঁর স্থান গ্রহণ করেছেন, তিনি দেবতাদের মধ্যে বিচার করেন।


সর্বশক্তিমানের সঙ্গে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে? আল্লাহ্‌র সঙ্গে বিতর্ককারী এর উত্তর দিক।


দেখুন, আল্লাহ্‌ তাঁর পরাক্রমে সর্বোচ্চ, তাঁর মত কে শিক্ষা দিতে পারে?


তিনি ভূতলের পশুদের চেয়ে আমাদের বেশি শিক্ষা দেন, আসমানের পাখিগুলোর চেয়ে বেশি বুদ্ধিমান করেন।


দেখ, তিনি তাঁর পবিত্রগণেও বিশ্বাস করেন না, তাঁর দৃষ্টিতে আকাশও নির্মল নয়।


দেখ, তিনি নিজের গোলামদেরকেও বিশ্বাস করেন না, তাঁর ফেরেশতাদের মধ্যেও ত্রুটির দোষারোপ করেন।


কারণ যখন তার মাসের সংখ্যা শেষ হবে, তখন নিজের ভাবী কুলে তার কি সন্তোষ থাকবে?


কে তাঁর গন্তব্য নির্ধারণ করেছ? কে বলতে পারে, তুমি অন্যায় করেছ?


তুমি এখন বীরের মত কোমরবন্ধনী পর; আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি আমাকে বুঝিয়ে দাও।


বাস্তবিক কে মাবুদের সভায় দাঁড়িয়ে দেখেছে ও তাঁর কালাম শুনেছে? কে আমার কথায় কান দিয়ে তা শুনতে পেয়েছে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন