Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 21:15 - কিতাবুল মোকাদ্দস

15 সর্বশক্তিমান কে যে আমরা তার সেবা করবো? তাঁর কাছে মুনাজাত করলে আমাদের কি লাভ?”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 সর্বশক্তিমান কে, যে আমাদের তাঁর সেবা করতে হবে? তাঁর কাছে প্রার্থনা করে আমাদের কী লাভ হবে?’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 সর্বশক্তিমান ঈশ্বর কে যে আমরা তাঁর সেবা করব? তাঁর কাছে প্রার্থনা করে আমাদের কি লাভ?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 সর্ব্বশক্তিমান কে যে, আমরা তাঁহার সেবা করিব? তাঁহার কাছে প্রার্থনা করিলে আমাদের কি লাভ?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 মন্দ লোকরা আরও বলে, ‘কে সর্বশক্তিমান ঈশ্বর? আমাদের তাকে সেবা করার দরকার নেই! তার কাছে প্রার্থনা করেই বা কি লাভ?’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 সর্বশক্তিমান কে যে আমাদের তাঁর উপাসনা করা উচিত? যদি আমরা তাঁর কাছে প্রার্থনা করি তাহলে আমাদের কি লাভ হবে?’

অধ্যায় দেখুন কপি




ইয়োব 21:15
16 ক্রস রেফারেন্স  

ফেরাউন বললেন, কে এই মাবুদ যে, আমি তার কথা শুনে ইসরাইলকে ছেড়ে দেব? আমি মাবুদকে জানি না, ইসরাইলকেও ছেড়ে দেব না।


কেননা তিনি বলেছেন, মানুষের কোন লাভ নেই, যখন সে আল্লাহ্‌র সঙ্গে প্রণয় রাখে।


আমি গোপনে অন্ধকারময় দেশের কোন স্থানে কথা বলি নি; আমি ইয়াকুবের বংশকে এই কালাম বলি নি যে, ‘তোমরা অনর্থক আমার খোঁজ কর, আমি মাবুদ ন্যায্য কালাম বলি, সরলতার কথা বলি।


পথ থেকে ফের, রাস্তা ছেড়ে যাও, ইসরাইলের পবিত্রতমকে আমাদের দৃষ্টিপথ থেকে দূর কর।


পাছে অতি তৃপ্ত হলে আমি তোমাকে অস্বীকার করে বলি, মাবুদ কে? কিংবা পাছে দরিদ্র হলে চুরি করে বসি, ও আমার আল্লাহ্‌র নাম অপব্যবহার করি।


ওরা বলে, আমরা জিহ্বা দ্বারা প্রবল হব, আমাদের ওষ্ঠ আমাদেরই; আমাদের মালিক কে?


কারণ আপনি বলছেন, ধার্মিকতায় আমার কি লাভ? গুনাহ্‌ করলে যা হত, তার চেয়ে আমার কি বেশি লাভ হবে?


যাচ্ঞা কর, তোমাদেরকে দেওয়া যাবে; খোঁজ কর, পাবে; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলে দেওয়া যাবে।


চরাণির স্থান পেয়ে তারা তৃপ্ত হল, তৃপ্ত হয়ে অহংকারী হল, এজন্য তারা আমাকে ভুলে গেছে।


এই পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচ্ঞা কর নি; যাচ্ঞা কর, তাতে পাবে, যেন তোমাদের আনন্দ সমপূর্ণ হয়।


তারা আল্লাহ্‌কে বলতো, আমাদের কাছ থেকে দূর হও; সর্বশক্তিমান আমাদের কি করবেন?


নিশ্চয় আমি বৃথাই অন্তর পরিষ্কার করেছি, আমার হাত মিথ্যাই নির্দোষ রেখেছি।


তুমি ছলনার মধ্যস্থানে বাস করছো; তারা ছলনা কারণে আমাকে জানতে অস্বীকার করে, মাবুদ এই কথা বলেন।


তুমি ধার্মিক হলে কি সর্বশক্তিমানের আনন্দ হয়? তুমি সিদ্ধ আচরণ করলে কি তাঁর লাভ হয়?


এবং তাঁর রক্ষণীয়-দ্রব্য রক্ষা ও বাহিনীগণের মাবুদের সাক্ষাতে শোকবেশে চলাফেরা করায় আমাদের লাভ কি হল?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন