Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 20:7 - কিতাবুল মোকাদ্দস

7 তবুও সে তার বিষ্ঠার মত চিরতরে বিনষ্ট হবে; যারা তাকে দেখতো, তারা বলবে, সে কোথায়? সে স্বপ্নের মতই মিলিয়ে যাবে, নিরুদ্দেশ হবে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 তাও সে তার নিজের মলের মতো চিরতরে বিনষ্ট হবে; যারা তাকে চিনত, তারা বলবে, ‘সে কোথায় গেল?’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তাহলেও সে ধূলার মত উড়ে যাবে, বিনষ্ট হবে চিরতরে। যারা তাকে দেখেছে, তারা বলবে: কোথায় গেল সে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তথাপি সে আপন বিষ্ঠার ন্যায় চিরতরে বিনষ্ট হইবে; যাহারা তাহাকে দেখিত, তাহারা বলিবে, সে কোথায়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তবু তার মলের মতো সেও চির দিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। যে লোকরা তাকে চিনতো তারা বলবে, ‘কোথায় সে?’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তবুও সেরকম ব্যক্তি তার নিজের মলের মত চিরকালের জন্য ধ্বংস হবে; যারা তাকে দেখেছে তারা বলবে, ‘কোথায় সে?’

অধ্যায় দেখুন কপি




ইয়োব 20:7
16 ক্রস রেফারেন্স  

তারা ঐন্‌দোরে বিনষ্ট হল, ভূমির উপরে সারস্বরূপ হল।


কিন্তু মানুষ মরলে ক্ষয় পায়; মানুষ প্রাণত্যাগ করে কোথায় থাকে?


এবং যিষ্রিয়েলের ভূমিতে ঈষেবলের লাশ সারের মত ক্ষেতে পড়ে থাকবে; তাতে কেউ বলতে পারবে না যে, ‘এই-ই ঈষেবল’।


এজন্য দেখ, আমি ইয়ারাবিমের কুলের উপরে অমঙ্গল ঘটাবো; যারবিয়াম-বংশের প্রত্যেক পুরুষকে মুছে ফেলব— সে ইসরাইলের মধ্যে কেনা গোলামই হোক বা স্বাধীন মানুষই হোক; লোকে যেমন ঝাঁটি দিয়ে নিঃশেষে মল দূর করে, তেমনি আমি ইয়ারাবিমের কুলকে একেবারে ঝাঁটি দিয়ে ফেলবো।


আর তারা সূর্যের, চন্দ্রের ও সমস্ত আকাশ-বাহিনীর সম্মুখে— তারা যাদেরকে ভক্তি ও সেবা করতো, যাদের অনুগামী হত, যাদেরকে খোঁজ করতো ও যাদের কাছে সেজ্‌দা করতো, তাদের সম্মুখে— সেসব অস্থি ছড়িয়ে দেবে। সেগুলো আর একত্রীকৃত কিংবা কবরে স্থাপিত হবে না; সারের মত ভূমির উপরে থাকবে।


তবু যখন সে স্বস্থান থেকে উৎপাটিত হয়, তখন সেই স্থান তাকে অস্বীকার করে বলবে, আমি তো তোমাকে দেখি নি।


সে নিজের বাড়িতে আর ফিরে আসবে না, তার স্থান আর তাকে চিনবে না।


তারা চিরতরে বিনষ্ট হয়, কেউ চিন্তা করে না।


তুমি তাকে পরাজিত করছো, তাতে সে চিরতরে চলে যায়, তুমি তার চেহারা বদলে দিয়ে তাকে দূর করছো।


সে শেষবারের মত ধনী হয়ে শয়ন করে, কিন্তু সে চোখ খুলে দেখে, তার ধন আর নেই।


যারা তোমার সঙ্গে বিরোধ করে, তাদেরকে তুমি খোঁজ করবে, কিন্তু দেখতে পাবে না; যারা তোমার সঙ্গে যুদ্ধ করে, তাদের কোন চিহ্ন থাকবে না, কোন কিছুর মধ্যে গণ্য হবে না।


তুমি যদিও ঈগল পাখির মত উচ্চে আরোহণ কর, যদিও তারাগুলোর মধ্যে তোমার বাসা স্থাপিত হয়, তবুও আমি তোমাকে সেখান থেকে নামাব, মাবুদ এই কথা বলেন।


মানুষ মৃত্যুর পরে কি পুনর্জীবিত হবে? আমি আমার পরিশ্রমের সমস্ত দিন প্রতীক্ষা করবো, যে পর্যন্ত আমার মৃত্যু না হয়।


তোমরা বলছো, “সেই ভাগ্যবানের বাড়ি কোথায়? সেই দুর্জনদের বসতির তাঁবু কোথায়?”


আমার দুশমনেরা আমার বিরুদ্ধে হিংসার কথা বলে, ‘সে কখন মরবে? কখন তার নাম মুছে যাবে?’


দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে; সে দন্ত ঘর্ষণ করবে ও গলে যাবে; দুষ্টদের অভীষ্ট বিনষ্ট হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন