Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 20:28 - কিতাবুল মোকাদ্দস

28 তার বাড়ির সম্পত্তি উড়ে যাবে, তা আল্লাহ্‌র ক্রোধের দিনে গলে যাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

28 বন্যা এসে তার বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাবে, ঈশ্বরের ক্রোধের দিনে বেগে ধাবমান জলস্রোত নেমে আসবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 তার সমস্ত ধনসম্পদ ভেসে যাবে ঈশ্বরের ক্রোধের বন্যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 তাহার বাটীর সম্পত্তি উড়িয়া যাইবে, তাহা ঈশ্বরের ক্রোধের দিনে গলিয়া যাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 ঈশ্বরের ক্রোধর বন্যায় ওর বাড়ী ধুয়ে মুছে চলে যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 বন্যা তার ঘরের সম্পত্তি নিয়ে উবে যাবে; ঈশ্বরের ক্রোধের দিনের তার সম্পত্তি ভেসে যাবে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 20:28
14 ক্রস রেফারেন্স  

কারণ এক ঘণ্টার মধ্যেই সেই মহা সম্পত্তি ধ্বংস হয়ে গেল। আর প্রত্যেক প্রধান কর্মকর্তা ও সমুদ্রপথে যে কেউ যাতায়াত করে এবং মাল্লারা ও সমুদ্রের ব্যবসায়ীরা সকলে দূরে দাঁড়িয়ে থাকল,


বস্তুতঃ মানুষ যদি সারা দুনিয়া লাভ করে নিজের প্রাণ হারায়, তবে তার কি লাভ হবে? কিংবা মানুষ নিজের প্রাণের পরিবর্তে কি দেবে?


মাবুদের ক্রোধের দিনে তাদের রূপা বা তাদের সোনা তাদেরকে উদ্ধার করতে পারবে না; কিন্তু তাঁর অন্তর্জ্বালার তাপে সমস্ত দেশ আগুনে পুড়ে যাবে, কেননা তিনি দেশ-নিবাসী সকলের বিনাশ, হ্যাঁ, ভয়ানক সংহার করবেন।


গজব নেমে আসার দিনে ধন উপকারে আসে না; কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।


বিনাশের দিন পর্যন্ত দুর্জন রক্ষিত হয়, ক্রোধের দিন পর্যন্ত তারা উত্তীর্ণ হয়।


তার সন্তানেরা দরিদ্রদের কাছে দয়া চাইবে, তার হাত তার সম্পত্তি ফিরিয়ে দেবে।


ক্ষুধিত লোক তার শস্য খেয়ে ফেলে, কাঁটার বেড়া ভেঙে তা হরণ করে, ফাঁদ তার সম্পত্তি গ্রাস করে।


দেখ, এমন সময় আসছে, যখন তোমার বাড়িতে যা কিছু আছে এবং তোমার পূর্বপুরুষদের সঞ্চিত যা যা আজ পর্যন্ত রয়েছে, সকলই ব্যাবিলনে নীত হবে; কিছুই অবশিষ্ট থাকবে না, মাবুদ এই কথা বলেন।


তোমার গরু তোমার সম্মুখে হত হবে, আর তুমি তার গোশ্‌ত ভোজন করতে পাবে না; তোমার গাধা তোমার সাক্ষাতে সবলে অপহৃত হব, তা তোমাকে ফিরিয়ে দেওয়া যাবে না; তোমার ভেড়ার পাল তোমার দুশমনদেরকে দেওয়া হবে, তোমার পক্ষে উদ্ধারকর্তা কেউ থাকবে না।


সে ধন গ্রাস করেছে, আবার তা বমন করবে; আল্লাহ্‌ তার উদর থেকে তা বের করবেন।


তা সর্বনাশ পর্যন্ত গ্রাসকারী আগুন, তা আমার ফসলের শিকড় পর্যন্ত গ্রাস করতো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন