Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 20:22 - কিতাবুল মোকাদ্দস

22 সে পূর্ণ প্রাচুর্যের সময়ে কষ্টে পড়বে, নির্যাতিত সকলের হাত তাকে আক্রমণ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

22 তার প্রাচুর্যের মধ্যেই, চরম দুর্দশা তাকে ধরে ফেলবে; দুর্বিপাক সবলে তার উপরে এসে পড়বে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 সাফল্যের চূড়ায় উঠে সে বিপাকে পড়বে, সর্বপ্রকার দুর্দশা, দুর্বিপাক তার উপরে ঝাঁপিয়ে পড়বে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 সে পূর্ণ প্রাচুর্য্যের সময়ে কষ্টে পড়িবে, উপদ্রুত সকলের হস্ত তাহাকে আক্রমণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 যখন দুষ্ট লোকের হাতে প্রচুর সম্পদ থাকবে তখনই সে সমস্যার দ্বারা ন্যুব্জ হয়ে যাবে। ঐ লোকের নিজের সঙ্গেই ওর সমস্যা নেমে আসবে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 তার সম্পত্তির আধিক্যের জন্য সে বিপদে পরবে; যারা দারিদ্রতায় রয়েছে তাদের প্রত্যেকের হাত তার ওপর আসবে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 20:22
13 ক্রস রেফারেন্স  

সে যত নিজেকে মহিমান্বিত করতো ও বিলাসিতা করতো, তাকে তত যন্ত্রণা ও শোক দাও। কেননা সে মনে মনে বলছে, আমি রাণীর মত সিংহাসনে বসে আছি; আমি বিধবা নই, কোন মতে শোক দেখবো না।


আমি তাকে এক আল্লাহ্‌বিহীন জাতির বিরুদ্ধে পাঠাব, আমার গজব-পাত্র লোকদের বিরুদ্ধে হুকুম দেব, যেন সে লুট করে ও লুণ্ঠিত দ্রব্য নিয়ে যায় ও তাদেরকে পথের কাদার মত পায়ে মাড়ায়।


দেখ, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করেছ, আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তুবৎ; সত্যি, প্রত্যেক মানুষ স্থিরীকৃত হলেও নিতান্ত অসার। [সেলা।]


তার বলের গতি খর্ব করা যাবে, সে নিজের পরামর্শ দ্বারাই নিপাতিত হবে।


আল্লাহ্‌ আমাকে অন্যায়কারীর কাছে তুলে দেন, আমাকে দুষ্টদের হাতে ফেলে দেন।


সে ধনী হবে না, তার সম্পত্তি থাকবে না; তাদের ফল ভূমিতে নুইয়ে পড়বে না।


সেই স্থানে দুষ্টরা আর উৎপাত করে না, সেই স্থানে শ্রান্ত লোকেরা বিশ্রাম পায়;


সে কথা বলছিল, ইতোমধ্যে আর এক জন এসে বললো, কল্‌দীয়েরা তিন দল হয়ে উটের পাল আক্রমণ করে তাদেরকে নিয়ে গেল এবং তলোয়ারের আঘাতে যুবকদেরকে হত্যা করলো; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।


ইতোমধ্যে শিবায়ীয়েরা আক্রমণ করে সেসব নিয়ে গেল এবং তলোয়ারের আঘাতে যুবকদেরকে হত্যা করলো; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।


তখন মাবুদ তাঁর বিরুদ্ধে কল্‌দীয়, অরামীয়, মোয়াবীয় ও অম্মোনীয়দের অনেক লুণ্ঠনকারী সৈন্যদল প্রেরণ করলেন; মাবুদ তাঁর গোলাম নবীদের দ্বারা যে কালাম বলেছিলেন, সেই অনুসারে এহুদাকে বিনষ্ট করার জন্য তার বিরুদ্ধে তাদেরকে পাঠালেন।


ক্ষুধিত লোক তার শস্য খেয়ে ফেলে, কাঁটার বেড়া ভেঙে তা হরণ করে, ফাঁদ তার সম্পত্তি গ্রাস করে।


সে যখন নিজের উদর পূর্ণ করতে উদ্যত হয়, আল্লাহ্‌ তার উপরে তাঁর গজবের আগুন নিক্ষেপ করবেন, তার ভোজনকালে তার উপরে তা বর্ষণ করবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন