ইয়োব 20:19 - কিতাবুল মোকাদ্দস19 কারণ সে দরিদ্রদেরকে উৎপীড়ন ও ত্যাগ করতো, সে যা নির্মাণ করে নি, এমন বাড়ি-ঘর কেড়ে নিত। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 যেহেতু সে দরিদ্রদের উপর অত্যাচার করে তাদের নিঃস্ব করে ছেড়েছে; সে সেই বাড়িগুলি দখল করেছে যেগুলি সে নির্মাণ করেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 কারণ সে দীন-দরিদ্রের উপর অত্যাচার করেছে অন্যের ঘরবাড়ি সে জবরদখল করে নিয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 কারণ সে দরিদ্রগণকে উৎপীড়ন ও ত্যাগ করিত, সে যাহা নির্ম্মাণ করে নাই, এমন গৃহ কাড়িয়া লইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কেন? কারণ মন্দলোক গরীব লোকদের আঘাত করে এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। সে তাদের গ্রাহ্য করে না এবং তাদের জিনিস কেড়ে নেয়। অন্যের তৈরী বাড়ী সে জবরদখল করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 কারণ সে দরিদ্রদের অত্যাচার এবং অবহেলা করেছে; যে বাড়ি সে বানায়নি সেই বাড়ি সে জোর করে লুট করত। অধ্যায় দেখুন |