Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 20:15 - কিতাবুল মোকাদ্দস

15 সে ধন গ্রাস করেছে, আবার তা বমন করবে; আল্লাহ্‌ তার উদর থেকে তা বের করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 সে যে ঐশ্বর্য কবলিত করেছিল তা সে থু থু করে ফেলবে; ঈশ্বর তার পেট থেকে সেসব বমি করিয়ে বের করবেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 অপরের যত ধন-সম্পদ সে গ্রাস করেছে সব আবার বমন করে ফেলতে বাধ্য হবে, ঈশ্বর তার গ্রাস থেকে সব বার করে আনবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 সে ধন গ্রাস করিয়াছে, আবার তাহা বমন করিবে; ঈশ্বর তাহার উদর হইতে তাহা বাহির করিবেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 মন্দ লোকরা সম্পত্তি গলাধঃকরণ করে, কিন্তু ওরা তা উগরে দেবে। ঈশ্বরই ওই লোকদের দিয়ে তা বমি করাবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 সে ধনসম্পদ গিলেছে, কিন্তু সে তা আবার বমি করে দেবে; ঈশ্বর তার পেট থেকে তা বার করবেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 20:15
12 ক্রস রেফারেন্স  

তুমি যে গ্রাস খেয়েছ, তা বমি করবে, তোমার করা প্রশংসা বৃথা যাবে।


তার সন্তানেরা দরিদ্রদের কাছে দয়া চাইবে, তার হাত তার সম্পত্তি ফিরিয়ে দেবে।


তবুও তার খাদ্য উদরে গিয়ে বিকৃত হয়, তার দিল কালসাপের বিষস্বরূপ হয়।


সে তার পরিশ্রমের ফল ফিরিয়ে দেবে, গ্রাস করবে না, সে নিজের লব্ধ সম্পত্তি অনুসারে আমোদ করবে না।


তার উদরে শান্তি হত না, সে তার অভীষ্ট বস্তুর কিছুই রক্ষা করতে পারবে না।


তার বাড়ির সম্পত্তি উড়ে যাবে, তা আল্লাহ্‌র ক্রোধের দিনে গলে যাবে।


মহাজন তার সর্বস্ব আটক করুক, অপর লোকেরা তার শ্রমফল লুট করুক।


জ্ঞানীর নিবাসে বহুমূল্য ধনকোষ ও তেল আছে; কিন্তু হীনবুদ্ধি তা খেয়ে ফেলে।


ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার আমাকে গ্রাস করেছেন, আমাকে চূর্ণ করেছেন, আমাকে শূন্যপাত্রস্বরূপ করেছেন, আমাকে দানবের মত গ্রাস করেছেন, আমার উপাদেয় খাবার দ্বারা তার উদর পূর্ণ করেছেন, আমাকে দূর করেছেন।


তারা সকলে কি তার বিরুদ্ধে দৃষ্টান্ত কথা ও তার বিষয়ে পরিহাসজনক প্রবাদ উত্থাপন করবে না? লোকে বলবে, “ধিক্‌ তাকে, যে পরধনে বর্দ্ধিষ্ণু হয়— কত দিন হবে?— আর যে বন্ধকী দ্রব্যের ভারে ভারী হয়।”


আর আমি ব্যাবিলনে বেল দেবকে প্রতিফল দেব, তার মুখ থেকে তার গিলিত দ্রব্য বের করবো; এবং জাতিরা আর তার দিকে অগ্রসর হবে না; ব্যাবিলনের প্রাচীরও পড়ে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন