Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 19:3 - কিতাবুল মোকাদ্দস

3 এই দশবার আমাকে তিরস্কার করেছ; আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 এই নিয়ে দশবার তোমরা আমাকে গঞ্জনা দিয়েছ; নির্লজ্জভাবে আমাকে আক্রমণ করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 বার বার তোমরা আমাকে গঞ্জনা দিচ্ছ, আমার সঙ্গে এভাবে অন্যায় ব্যবহার করতে তোমাদের কি লজ্জা হয় না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 এই দশবার আমাকে তিরস্কার করিয়াছ; আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এখন তোমরা আমাকে দশবার অপমান করেছো। আমায় আক্রমণের সময় তোমরা লজ্জার লেশমাত্র দেখাও নি!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 এই দশবার তোমরা আমার নিন্দা করেছ; তোমরা লজ্জিত নও যে তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছ।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 19:3
19 ক্রস রেফারেন্স  

অথচ তোমাদের পিতা আমার সংগে প্রবঞ্চনা করে দশবার আমার বেতন পরিবর্তন করেছেন; কিন্তু আল্লাহ্‌ তাঁকে আমার কোনো ক্ষতি করতে দেন নি।


আর জ্ঞান ও বুদ্ধি-সংক্রান্ত যে কোন কথা বাদশাহ্‌ তাঁদের জিজ্ঞাসা করলেন, সেই বিষয়ে তাঁর সমগ্র রাজ্যের সমস্ত জাদুকর ও গণক থেকে তাঁদেরকে দশগুণ বেশি বিজ্ঞ দেখতে পেলেন।


আমি আমার ভাইদের কাছে বিদেশী হয়েছি, আমার সহোদরদের কাছে বিজাতীয় হয়েছি।


আমার নিঃশ্বাস আমার স্ত্রীর ঘৃণিত, আমার আর্তস্বর আমার সহোদরেরা ঘৃণা করে।


আর তাদের নিকটবাসী ইহুদীরা সর্বস্থান থেকে এসে দশবার আমাদেরকে বললো, তোমাদেরকে আমাদের কাছে ফিরে আসতে হবে।


হাতে অধর্ম থাকলে যদি তা দূর কর, অন্যায়কে তোমার আবাসে বাস করতে না দাও;


তোমার দর্পে কি মানুষেরা নীরব থাকবে? তুমি বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না?


যত লোক আমার মহিমা এবং মিসরে ও মরুভূমিতে কৃত আমার চিহ্ন-কাজগুলো দেখেছে, তবুও এই দশবার আমার পরীক্ষা করেছে ও আমার কথায় মনোযোগ দেয় নি;


আমি তোমাদের অন্নরূপ যষ্ঠি ভাঙ্গলে দশ জন স্ত্রীলোক এক তন্দুরে তোমাদের রুটি পাক করবে ও তোমাদের রুটি ওজন করে তোমাদেরকে দেবে, কিন্তু তোমরা তা খেয়ে তৃপ্ত হবে না।


তখন ইউসুফ তাঁর ভাইদেরকে দেখে চিনলেন, কিন্তু তাঁদের কাছে অপরিচিত লোকের মত ব্যবহার করলেন ও কর্কশভাবে তাঁদের সঙ্গে কথা বললেন। তিনি তাঁদেরকে বললেন, তোমরা কোথা থেকে এসেছো? তাঁরা বললেন, কেনান দেশ থেকে খাদ্যদ্রব্য কিনতে এসেছি।


তোমরা কতক্ষণ আমার প্রাণে কষ্ট দেবে? কথার আঘাতে আমাকে চূর্ণ করবে?


যা হোক, যদি আমি ভুল করে থাকি, তবে সেই ভুলের ফল আমারই।


আমি নিজের অপমানসূচক উপদেশ শুনলাম, আমার বুদ্ধি থেকে রূহ্‌ আমাকে উত্তর যোগায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন