ইয়োব 19:29 - কিতাবুল মোকাদ্দস29 তবে তলোয়ারের ভয় তোমাদের থাকা উচিত, কেননা আল্লাহ্র ক্রোধ তলোয়ারের দণ্ড নিয়ে আসে, তাঁর বিচার আছে, এই কথা তোমাদের জানা উচিত। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ29 তরোয়ালের ভয়ে তোমাদেরই ভীত হওয়া উচিত; যেহেতু ক্রোধ তরোয়াল দ্বারাই দণ্ড নিয়ে আসবে, ও তখনই তোমরা জানতে পারবে যে বিচার আছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 কিন্তু তরবারির ভয়ে তোমাদেরই ভীত হওয়া উচিত, কারণ ঈশ্বরের ক্রোধের দণ্ড তরবারির আঘাত হয়ে নেমে আসে, যাতে তোমরা জানতে পার যে ন্যায় বিচারক একজন আছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 তবে তোমরা খড়্গ হইতে ভীত হও, কেননা খড়্গের দণ্ড ক্রোধময়, বিচার আছে, ইহা তোমাদের জানা উচিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 কিন্তু একটি তরবারীকে তোমাদের প্রত্যেকেরই নিজের থেকে ভয় পাওয়া উচিৎ! কেন? কারণ তরবারিই তোমাদের ক্রোধের প্রাপ্য। তখন তোমরা বুঝবে, বিচারের সময় বলে কিছু আছে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 তবে তলোয়ারের থেকে ভয় পাও, কারণ ক্রোধ তলোয়ারের শাস্তি নিয়ে আসে, যাতে তোমরা জানতে পার বিচার আছে।” অধ্যায় দেখুন |