Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 19:28 - কিতাবুল মোকাদ্দস

28 তোমরা যদি বল, আমরা কেমন করে ওকে তাড়না করবো? কারণ ওর মধ্যেই গণ্ডগোলের মূল দেখতে পাওয়া যায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

28 “তোমরা যদি বলো, ‘আমরা কীভাবে তাকে জ্বালাতন করব, যেহেতু সমস্যার মূল তার মধ্যেই অবস্থান করছে,’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 কারণ তোমরা বলছ: ‘কি উপায়ে আমরা ওকে যন্ত্রণা দেব? এবার ওর অপরাধের মূল ওরই মধ্যে খুঁজে পাওয়া গেছে।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 তোমরা যদি বল, আমরা কেমন করিয়া উহাকে তাড়না করিব? আমার মধ্যে না কি মূলতত্ত্ব পাওয়া যায়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 “তোমরা হয়তো বলবে, ‘আমরা এ বিষয়ে চিন্তা করবো এবং আমরা তাকে দোষ দেওয়ার কারণ খুঁজে বার করবো!’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 যদি তুমি বল, ‘কীভাবে আমরা তাকে অত্যাচার করব,’ কারণ তার মধ্যে মূল বিষয় পাওয়া গেছে,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 19:28
4 ক্রস রেফারেন্স  

আল্লাহ্‌র মত করে কেন আমাকে তাড়না কর? আমার মাংস না খেয়ে কি ক্ষান্ত হবে না?


কেননা তারা তাকেই তাড়না করে, যাকে তুমি প্রহার করেছ, তাদেরই ব্যথা বর্ণনা করে, যাদেরকে তুমি আঘাত করেছ।


আর তার জন্য সমস্ত ইসরাইল মাতম করতে করকে তাকে দাফন করবে; বস্তুত ইয়ারাবিমের কুলে কেবল সেই কবর পাবে; কেননা ইয়ারাবিমের কুলের মধ্যে ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের প্রতি তারই কিঞ্চিৎ সদ্ভাব পাওয়া গেছে।


তবে তলোয়ারের ভয় তোমাদের থাকা উচিত, কেননা আল্লাহ্‌র ক্রোধ তলোয়ারের দণ্ড নিয়ে আসে, তাঁর বিচার আছে, এই কথা তোমাদের জানা উচিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন