ইয়োব 19:20 - কিতাবুল মোকাদ্দস20 আমার চামড়ায় ও মাংসে অস্থি সংলগ্ন হয়েছে, আমি দন্তের চামড়াবিশিষ্ট হয়ে বেঁচে আছি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ20 অস্থিচর্ম ছাড়া আমি আর কিছুই নই; শুধু দাঁতের চর্মবিশিষ্ট হয়েই আমি বেঁচে আছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আমি অস্থিচর্মসার হয়েছি বেঁচে আছি কোনমতে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আমার চর্ম্মে ও মাংসে অস্থি সংলগ্ন হইয়াছে, আমি দন্তের চর্ম্মাবশিষ্ট হইয়া বাঁচিয়া আছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 “আমি এতই শীর্ণ হয়েছি যে আমার হাড়ে আমার চামড়া ঝুলছে। খুবই সামান্য জীবন আমাতে অবশিষ্ট আছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আমার হাড় আমার চামড়ায় এবং মাংসে লেগে আছে; আমি শুধু আমার দাঁতের চামড়ার মত হয়ে বেঁচে আছি। অধ্যায় দেখুন |