Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 19:18 - কিতাবুল মোকাদ্দস

18 বালকেরাও আমাকে অবজ্ঞা করে, আমি উঠলে তারা আমার বিরুদ্ধে কথা বলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

18 ছোটো ছোটো ছেলেরাও আমাকে অবজ্ঞা করে; আমি যখন হাজির হই, তারা আমাকে বিদ্রুপ করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 এমনকি ছোট ছেলেমেয়েরাও আমাকে তুচ্ছজ্ঞান করে, আমাকে দেখে তারা ঠাট্টা তামাশা করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 বালকেরাও আমাকে অবজ্ঞা করে, আমি উঠিলে তাহারা আমার বিরুদ্ধে কথা কহে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 এমনকি ছোট ছোট শিশুরা আমায় নিয়ে মজা করে। আমি যখন ওদের কাছে আসি ওরা আমায় বাজে কথা বলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 এমনকি ছোট বাচ্চারাও আমায় অবজ্ঞা করে; যদি আমি কথা বলার জন্য উঠি, তারা আমার বিরুদ্ধে কথা বলে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 19:18
7 ক্রস রেফারেন্স  

পরে তিনি সেই স্থান থেকে বেথেলে চললেন; আর তিনি পথ দিয়ে উপরে যাচ্ছেন, এমন সময়ে নগর থেকে কতগুলো বালক এসে তাঁকে বিদ্রূপ করে বললো, রে টাক্‌পড়া, উঠে আয়; রে টাক্‌পড়া, উঠে আয়।


ওরা আমার ডান দিকে উঠে, আমাকে পালিয়ে যেতে বাধ্য করে, আমার বিরুদ্ধে বিনাশের পথ প্রস্তুত করে।


সম্প্রতি, যারা আমা থেকে অল্প বয়স্ক, তারা আমাকে পরিহাস করে; আমি তাদের পিতাদেরকে আমার পালরক্ষক কুকুরদের সঙ্গে রাখতেও অবজ্ঞা করতাম।


লোকেরা নির্যাতিত হবে, প্রত্যেকে অন্যের দ্বারা হবে, প্রত্যেক জন প্রতিবেশীর দ্বারা হবে; বালক বৃদ্ধের বিরুদ্ধে ও নিচ লোক সম্মানিত লোকদের বিরুদ্ধে অসম্মানের কাজ করবে।


আমার নিঃশ্বাস আমার স্ত্রীর ঘৃণিত, আমার আর্তস্বর আমার সহোদরেরা ঘৃণা করে।


আমার সুহৃদ সকলে আমাকে ঘৃণা করে, আমার প্রিয়পাত্রেরা আমার প্রতি বিমুখ।


তুমি বসে নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বল, তুমি তোমার সহোদরের নিন্দা করে থাক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন