Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 18:5 - কিতাবুল মোকাদ্দস

5 দুষ্টের আলো তো নির্বাপিত হবে, তার আগুনের শিখা নিস্তেজ হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 “দুষ্টদের প্রদীপ তো নিবে যায়; তার আগুনের শিখা নিস্তেজ হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 দুর্জনের আলো অবশ্যই নিভে যাবে, তার শিখা আর কখনও আলো দেবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 দুষ্টের দীপ্তি ত নির্ব্বাণ হইবে, তাহার অগ্নিশিখা নিস্তেজ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 “হ্যাঁ, মন্দ লোকের আলো চলে যাবে। তার আগুন দগ্ধ করা বন্ধ করে দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সত্যি, পাপীদের আলো নেভান হবে; তার আগুনের শিখা উজ্জ্বল হবে না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 18:5
12 ক্রস রেফারেন্স  

ধার্মিকের আলো আনন্দ করে; কিন্তু দুষ্টদের প্রদীপ নিভিয়া যায়;


যেহেতু দুর্বৃত্ত লোকের ভবিষ্যতের আশা নেই, দুষ্টদের প্রদীপ নিভে যাবে।


যে তার নিজের পিতা কিংবা মাতাকে বদদোয়া দেয়, ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভে যাবে।


কতবার দুষ্টদের প্রদীপ নির্বাপিত হয়? কতবার তাদের বিপদ ঘটে, এবং আল্লাহ্‌ ক্রোধে এমন কষ্ট বণ্টন করেন যে,


দেখ, আগুন জ্বালাচ্ছ ও শিখামণ্ডলে নিজেদের বেষ্টন করছো যে তোমরা, তোমরা সকলে নিজেদের আগুনের আলোতে, নিজেদের প্রজ্বলিত মশালের আলোতে গমন কর। আমার হাত থেকে তোমরা যে ফল পাবে তা হল, তোমরা যন্ত্রনার মধ্যে শয়ন করবে।


দুষ্টদের পথ অন্ধকারের মত; তারা কিসে হোঁচট খাবে, জানে না।


দুষ্টদের আনন্দগান ক্ষণকাল মাত্র স্থায়ী, আল্লাহ্‌বিহীন লোকদের হর্ষ নিমেষকাল মাত্র স্থায়ী?


তুমি তো ক্রোধে নিজেকে বিদীর্ণ করছো, তোমার জন্য কি দুনিয়া ত্যাগ করা যাবে? শৈলকে কি স্বস্থান থেকে সরিয়ে দিতে হবে?


কিন্তু দুষ্টরা আলোড়িত সমুদ্রের মত, তা তো স্থির হতে পারে না ও তার পানিতে পাঁক ও কাদা ওঠে।


তোমাকে নিভিয়ে ফেলবার সময়ে আমি আসমান আচ্ছাদন করবো, তার নক্ষত্রগুলো কালো রংয়ের করবো; আমি সূর্যকে মেঘাচ্ছন্ন করবো ও চন্দ্র জ্যোৎস্না দেবে না।


সে অন্ধকার থেকে প্রস্থান করবে না; আগুনের শিখা তার শাখা শুকিয়ে ফেলবে, সে তার মুখের নিশ্বাসে উড়ে যাবে।


উচ্চদৃষ্টি ও গর্বিত মন, দুষ্টদের সেই প্রদীপ গুনাহ্‌ময়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন