Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 18:21 - কিতাবুল মোকাদ্দস

21 সত্যিই, অন্যায়কারীদের বসতি এরকম; যে আল্লাহ্‌কে জানে না, তার দশা এ রকমই হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 নিঃসন্দেহে এই হল দুষ্টলোকের বসতি; যারা ঈশ্বরকে জানে না, এই হল তাদের অবস্থানস্থল।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 এই-ই হল দুর্জনের পরিণতি ঈশ্বরকে যারা গ্রাহ্য করে না তাদের সকলেরই হবে এই পরিণাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 সত্যই, অন্যায়ীদের বসতি এই রূপ; যে ঈশ্বরকে জানে না, তাহার এই দশা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 দুষ্ট লোকদের বাড়িতে সেটা প্রকৃতই ঘটবে। যারা ঈশ্বর সম্পর্কে কোন কিছু গ্রাহ্য করে না তাদের ঠিক এই রকমই ঘটবে!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 অবশ্যই অধার্মিকদের ঘর এরকম, যারা ঈশ্বরকে জানে না তাদের ঘর এরকম।”

অধ্যায় দেখুন কপি




ইয়োব 18:21
16 ক্রস রেফারেন্স  

তারা জিহ্বারূপ ধনুকে মিথ্যারূপ তীর ধনুকে লাগায়; এবং দেশে বিশ্বস্ততার পক্ষে তাদের বিক্রম প্রকাশ হয় নি; বরং তারা একটা নাফরমানী থেকে অন্য নাফরমানীর প্রতি অগ্রসর হয় এবং তারা আমাকে জানে না, মাবুদ এই কথা বলেন।


তারা স্বীকার করে যে, তারা আল্লাহ্‌কে জানে, কিন্তু কাজকর্মে তাঁকে অস্বীকার করে; তারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং কোন সৎকর্ম করার যোগ্য নয়।


এবং যারা আল্লাহ্‌কে জানে না ও যারা আমাদের প্রভু ঈসার ইঞ্জিলের বাধ্য হয় না, তাদেরকে সমুচিত দণ্ড দেবেন।


কিন্তু যারা আল্লাহ্‌কে জানে না, সেই অ-ইহুদীদের মত কামাভিলাষে নয়;


ঢেলে দাও তোমার গজব সেই জাতিদের উপরে, যারা তোমাকে জানে না; সেই গোষ্ঠীগুলোর উপরে, যারা তোমার নামে ডাকে না; কেননা তারা ইয়াকুবকে গ্রাস করেছে, গ্রাস করে সংহার করেছে, তারা তার বাসস্থান শূন্য করেছে।


আর সেই কালের অন্য সকল লোকও পূর্বপুরুষদের কাছে গৃহীত হল এবং তাদের পরে নতুন বংশ উৎপন্ন হল। এরা মাবুদকে জানত না এবং ইসরাইলের জন্য তিনি যা করেছিলেন তা-ও জানত না।


আর যেমন তারা আল্লাহ্‌কে নিজেদের জ্ঞানে ধারণ করতে সম্মত হয় নি, তেমনি আল্লাহ্‌ তাদের অনুচিত কাজ করতে গুনাহ্‌পূর্ণ মনের হাতে ছেড়ে দিয়েছেন।


ঢেলে দাও তোমার গজব সেই জাতিদের উপরে, যারা তোমাকে জানে না, সেই রাজ্যগুলোর উপরে, যারা তোমার নামে ডাকে না।


তোমরা বলছো, “সেই ভাগ্যবানের বাড়ি কোথায়? সেই দুর্জনদের বসতির তাঁবু কোথায়?”


তবুও তারা আল্লাহ্‌কে বলে, “তুমি আমাদের কাছ থেকে দূর হও, কারণ আমরা তোমার পথ জানতে চাই না।


আর হে আমার পুত্র সোলায়মান, তুমি তোমার পিতার আল্লাহ্‌কে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁর সেবা কর; কেননা মাবুদ সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বোঝেন; তুমি যদি তাঁর খোঁজ কর, তবে তিনি তোমাকে তাঁর উদ্দেশ লাভ করতে দেবেন, কিন্তু যদি তাঁকে ত্যাগ কর, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করবেন।


আলীর দুই পুত্র পাষণ্ড ছিল, তারা মাবুদকে জানত না।


ফেরাউন বললেন, কে এই মাবুদ যে, আমি তার কথা শুনে ইসরাইলকে ছেড়ে দেব? আমি মাবুদকে জানি না, ইসরাইলকেও ছেড়ে দেব না।


তাদের অন্তরের দড়ি কি খোলা যায় না? তারা জ্ঞানহীন অবস্থায় ইন্তেকাল করে।”


পরে আইউব জবাবে বললেন,


এটাই আল্লাহ্‌ থেকে দুষ্ট মানুষের লভ্য অংশ, এটাই আল্লাহ্‌ নিরূপিত তার অধিকার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন