Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 18:14 - কিতাবুল মোকাদ্দস

14 সে তার বিশ্বাস-স্থল তাঁবু থেকে উৎপাটিত, এবং ত্রাস-বাদশাহ্‌র কাছে নীত হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 সে তার তাঁবুর নিরাপদ আশ্রয় থেকে বিচ্ছিন্ন হয় ও আতঙ্ক-রাজের দিকে তাকে মিছিল করে নিয়ে যাওয়া হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তার নিরাপদ বাসস্থান থেকে সে হবে উচ্ছিন্ন, ভয়াবহ মৃত্যুর অধিপতির সামনে তাকে টেনে নিয়ে যাওয়া হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 সে আপন বিশ্বাস-স্থল তাম্বু হইতে উৎপাটিত, এবং ত্রাস-রাজের কাছে নীত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 দুষ্ট লোককে তার ঘরের নিরাপত্তা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে। যে ভয়ঙ্করের রাজা তার সঙ্গে দেখা করার জন্য ওকে নিয়ে যাওয়া হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 সে তার তাঁবু থেকে উচ্ছিন্ন হবে, তার বাড়ি যাতে সে এখন আস্থা রাখে; তাকে মৃত্যুর কাছে নিয়ে আসা হবে, আতঙ্কের রাজার কাছে নিয়ে আসা হবে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 18:14
16 ক্রস রেফারেন্স  

এবং যারা মৃত্যুর ভয়ে সারা জীবন গোলামির অধীন ছিল তাদেরকে উদ্ধার করেন।


দুষ্ট লোক নিজের দুষ্কার্যে নিপাতিত হয়, কিন্তু মরণকালেও ধার্মিকের প্রত্যাশা থাকে।


ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক; কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাবে।


দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে; সে দন্ত ঘর্ষণ করবে ও গলে যাবে; দুষ্টদের অভীষ্ট বিনষ্ট হবে।


আমার মধ্যে আমার হৃদয় বড়ই ব্যথিত হচ্ছে; মৃত্যুর ত্রাস আমাকে আক্রমণ করেছে।


সে যাবতীয় উচ্চবস্তু দর্শন করে, যাবতীয় গর্বিত-সন্তানের বাদশাহ্‌ হয়।


প্রাতঃকাল তাদের সকলের পক্ষে মৃত্যুচ্ছায়ার মত কারণ তারা মৃত্যুচ্ছায়ার ভয়ানকতা জানে।


কিন্তু দুষ্টদের চোখ নিস্তেজ হবে, তাদের আশ্রয় বিনষ্ট হবে, তাদের আশা প্রাণত্যাগে পরিণত হবে।


তোমার বিদ্বেষীরা লজ্জিত হবে, দুষ্টদের বাসস্থান বিনষ্ট হবে।


তার ভরসা উচ্ছিন্ন হয়, তার আশ্রয় মাকড়সার জালমাত্র।


তার কর্ণকুহরে ত্রাসের আওয়াজ আছে, সুখের সময়ে বিনাশক তাকে আক্রমণ করে।


তার তাঁবুতে আলো অন্ধকার হয়ে যাবে, তার উপরিস্থ প্রদীপ নিভে যাবে।


সে তীর টানলে তা তার অঙ্গ থেকে বের হয়, তার পিত্ত থেকে চক্‌মকে তীরের ফলা বের হয়, নানা রকম ত্রাস তাকে আক্রমণ করে।


তার নির্মিত বাড়ি কীটের বাসার মত, তা আঙ্গুর-ক্ষেতের পাহারা ঘরের মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন