Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 16:4 - কিতাবুল মোকাদ্দস

4 আমার প্রাণের মত যদি তোমাদের প্রাণ হত, আমি তোমাদের বিরুদ্ধে কথা জুড়তে পারতাম; তোমাদের বিরুদ্ধে মাথা নাড়তে পারতাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 আমিও তোমাদের মতো কথা বলতে পারতাম, যদি তোমরা আমার জায়গায় থাকতে; আমিও তোমাদের বিরুদ্ধে সুন্দর সুন্দর বক্তৃতা দিতে পারতাম ও তোমাদের দেখে মাথা নাড়াতে পারতাম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তোমাদের অবস্থা যদি আমার মত হত, তাহলে আমিও তোমাদের মত এই ধরণের কথা বলতে পারতাম। আমিও তোমাদের বিরুদ্ধে অনেক কথা যোগ করতে পারতাম। আমিও বিজ্ঞভাবে মাথা নাড়তে পারতাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমিও তোমাদের ন্যায় কথা কহিতে পারি; আমার প্রাণের মত যদি তোমাদের প্রাণ হইত, আমি তোমাদের বিরুদ্ধে কথা জুড়িতে পারিতাম; তোমাদের বিরুদ্ধে মস্তক নাড়িতে পারিতাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 যদি তোমরা আমার সমস্যায় পড়তে, তোমরা যে কথাগুলি আমায় বললে, আমিও তোমাদের সেই কথাগুলি বলতে পারতাম। আমিও তোমাদের প্রতি জ্ঞানগর্ভ কথা বলতে পারতাম এবং তোমাদের প্রতি মাথা নাড়াতে পারতাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমিও তোমাদের মত কথা বলতে পারি যেমন তোমরা কর; যদি তোমাদের প্রাণ আমার প্রাণের জায়গায় থাকত, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে কথা সংগ্রহ করতে এবং জুড়তে পারতাম এবং উপহাস করে তোমাদের কাছে আমার মাথা নাড়তাম।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 16:4
21 ক্রস রেফারেন্স  

আর আমি ওদের কাছে তিরস্কারের পাত্র হয়েছি; তারা আমাকে দেখলেই অবজ্ঞা করে।


যারা আমাকে দেখে, সকলে আমাকে ঠাট্টা করে, তারা মুখ ভেঙ্গায় আর মাথা নেড়ে বলে,


যেসব লোক তোমার কাছ দিয়ে যায়, তারা তোমার দিকে হাততালি দেয়; তারা শিশ দিয়ে জেরুশালেম-কন্যার দিকে মাথা নেড়ে বলে, এ কি সেই নগর, যা ‘পরম সৌন্দর্যের স্থল’ ও ‘সমস্ত দুনিয়ার আনন্দ-স্থল’ নামে আখ্যাত ছিল?


এতে তারা তাদের দেশকে বিস্ময়ের ও নিত্যবিদ্রূপের বিষয় করে; যে কেউ তার কাছ দিয়ে গমন করবে, সে বিস্ময়াপন্ন হয়ে মাথা নাড়বে।


মাবুদ তার বিষয়ে যে কথা বলেছেন, তাহল— অনূঢ়া সিয়োন-কন্যা তোমাকে তুচ্ছ ও পরিহাস করছে; জেরুশালেম-কন্যা তোমার দিকে মাথা নাড়ছে।


আর এক অঙ্গ দুঃখ পেলে তার সঙ্গে সকল অঙ্গই দুঃখ পায় এবং এক অঙ্গ গৌরব প্রাপ্ত হলে তার সঙ্গে সকল অঙ্গই আনন্দ করে।


যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দ কর; যারা কান্না করে তাদের সঙ্গে কাঁদ।


অতএব সমস্ত বিষয়ে তোমরা যা যা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেরকম করো; কেননা এ-ই শরীয়তের ও নবীদের কিতাবের সার।


এ সেই উল্লাসপ্রিয়া নগরী, যে নির্ভয়ে বসে থাকতো, যে মনে মনে বলতো, আমিই আছি, আমি ছাড়া আর কেউ নেই; সে একেবারে ধ্বংসের পাত্র হল, পশুদের আশ্রয়-স্থান হল! যে কেউ তার কাছ দিয়ে যাবে, সে শিস দেবে, তার বৃদ্ধাঙ্গুল দেখাবে।


অজ্ঞান লোক অনেক কথা বলে; কিন্তু কি হবে, তা মানুষ জানে না; এবং তারপর কি হবে, তা তাকে কে জানাতে পারে?


বেশি কথার মধ্যে অধর্মের অভাব থাকে না; কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।


তুমি জাতিদের মধ্যে আমাদের প্রবাদের বিষয় করেছ, লোকবৃন্দের মধ্যে আমাদের অবজ্ঞার পাত্র করেছ।


তাই আইউব অসার কথায় মুখ খুলেছেন, তিনি না জেনেও অনেক কথা বলেন।


এত কথার কি কোন উত্তর দেওয়া যাবে না? বাচালকে কি ধার্মিক বলা যাবে?


শীর্ণ লোকের প্রতি বন্ধুর দয়া করা কর্তব্য, পাছে সে সর্বশক্তিমানের ভয় ত্যাগ করে।


কিন্তু মুখ দ্বারা তোমাদেরকে সবল করতাম, আমার ওষ্ঠের সান্ত্বনায় তোমাদের শান্তি হত।


মাবুদ তার বিষয়ে যে কথা বলেছেন, তা এই, “কুমারী সিয়োন-কন্যা তোমাকে তুচ্ছ ও পরিহাস করছে; জেরুশালেম-কন্যা তোমার দিকে মাথা নাড়ছে।


ইসরাইল কি তোমার পরিহাস পাত্র ছিল না? সে কি চোরের মধ্যে ধরা পড়েছিল? তুমি তার বিষয় যতবার কথা বল, ততবার মাথা নেড়ে থাক।


মাবুদের উপরে নির্ভর কর; তিনি ওকে উদ্ধার করুন; ওকে রক্ষা করুন, কেননা তিনি ওতে প্রীত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন