Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 16:17 - কিতাবুল মোকাদ্দস

17 তবুও আমার হাতে জুলুমের দাগ নেই। আর আমার মুনাজাত বিশুদ্ধ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 তাও আমার হাতে হিংস্রতা নেই ও আমার প্রার্থনা বিশুদ্ধ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 অথচ কোন দৌরাত্ম্য আমি করি নি, ঈশ্বরের কাছে আমার প্রার্থনায় কোন ফাঁকি ছিল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তথাপি আমার হস্তে অত্যাচার নাই। আর আমার প্রার্থনা বিশুদ্ধ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 আমি কারো প্রতিই নৃশংস ছিলাম না। কিন্তু এই মন্দ ঘটনাগুলি আমার ক্ষেত্রে ঘটেছে। আমার প্রার্থনা যথাযথ ও পবিত্র।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 যদিও আমার হাতে কোন হিংস্রতা নেই এবং আমার প্রার্থনা বিশুদ্ধ।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 16:17
20 ক্রস রেফারেন্স  

দুষ্টদের কোরবানী মাবুদের ঘৃণার বিষয়; কিন্তু সরলদের মুনাজাত তাঁর সন্তোষজনক।


কিন্তু মানুষ ও পশু চট পরে যথাশক্তি আল্লাহ্‌কে ডাকুক, আর প্রত্যেকে নিজ নিজ কুপথ ও নিজ নিজ খারাপ পথ ও দৌরাত্ম্য থেকে ফিরে আসুক।


তাদের জালের সুতায় কাপড় হবে না, তাদের কাজে তারা আচ্ছাদিত হবে না, তাদের সমস্ত কাজ অধর্মের কাজ, তাদের হাতে দৌরাত্ম্যের কাজ থাকে।


দুষ্ট লোকদের মণ্ডলী বন্ধ্যা হবে, আগুন উৎকোচ-তাঁবুগুলো গ্রাস করবে।


দুষ্কর্মকারী সারা জীবন কষ্ট পায়, দুর্দান্তের আয়ু নির্ধারিত আছে।


হাতে অধর্ম থাকলে যদি তা দূর কর, অন্যায়কে তোমার আবাসে বাস করতে না দাও;


অতএব আমার ইচ্ছা সমস্ত স্থানে পুরুষেরা কোন রকম ক্রোধ ও বির্তক ছাড়াই পবিত্র হাত তুলে মুনাজাত করুক।


হে দুনিয়া! তুমি আমার রক্ত আচ্ছাদন করো না; আমার ক্রন্দনে নীরব থেক না।


নিশ্চয়ই আমার ওষ্ঠ অন্যায় বলবে না, আমার জিহ্বা প্রতারণা উচ্চারণ করবে না।


“আমি পাক-পবিত্র, আমার অধর্ম নেই; আমি নিষ্কলঙ্ক, আমাতে অপরাধ নেই;


হে মাবুদ, ন্যায় আবেদন শোন, আমার কাতরোক্তিতে মনোযোগ দাও, আমার মুনাজাতে কান দাও; তা ছলনার ওষ্ঠাধর থেকে বের হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন