Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 16:12 - কিতাবুল মোকাদ্দস

12 আমি শান্তিতে ছিলাম, তিনি আমাকে ভেঙেছেন, ঘাড় ধরে আমাকে আছাড় মেরেছেন, আমাকে তাঁর লক্ষ্য হিসেবে স্থাপন করেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 আমার সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তিনি আমাকে ভেঙে চুরমার করে দিয়েছেন; তিনি আমার ঘাড় ধরে আমাকে আছাড় মেরেছেন। তিনি আমাকে তাঁর লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 আমি শান্তিতেই ছিলাম কিন্তু ঈশ্বর আমাকে ঘাড় ধরে টেনে এনে ছিন্নভিন্ন করেছেন, পিষে ফেলেছেন। তিনি আমাকে করেছেন তাঁর আক্রমণের মূল লক্ষ্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আমি শান্তিতে ছিলাম, তিনি আমাকে ভাঙ্গিয়াছেন, ঘাড় ধরিয়া আমাকে আছাড় মারিয়াছেন, আমাকে নিজ লক্ষ্যরূপে স্থাপন করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 আমার সব কিছুই সুন্দর ছিলো কিন্তু ঈশ্বর আমায় ধ্বংস করেছেন! হ্যাঁ, তিনিই আমার ঘাড় ধরে আমায় খণ্ড-বিখণ্ড করেছেন। ঈশ্বর আমাকে লক্ষ্যভেদের বস্তুতে পরিণত করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আমি শান্তিতে ছিলাম এবং তিনি আমায় ভেঙে ফেললেন। সত্যি, তিনি আমায় ঘাড় ধরে নিয়ে গেছেন এবং আমায় ছুঁড়ে ফেলে টুকরো টুকরো করেছেন; তিনি আবার আমায় তাঁর লক্ষ হিসাবে রেখেছেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 16:12
19 ক্রস রেফারেন্স  

হে মানুষের পাহারাদার, আমি যদি গুনাহ্‌ করে থাকি, তবে আমার কাজে তোমার কি হয়? তুমি কেন আমাকে তোমার লক্ষ্যস্থান করেছ? আমি তো নিজের ভার নিজেই হয়েছি।


তিনি আমার মাংস ও চামড়া শুকিয়ে ফেলেছেন; আমার অস্থিগুলো ভেঙ্গে দিয়েছেন।


তবুও তুমি আমাদেরকে শিয়ালদের স্থানে চূর্ণ করেছ, ঘন অন্ধকার আমাদের আচ্ছন্ন করেছে।


তাঁরা আমার প্রাণ রক্ষার জন্য আপন প্রাণ বিপন্ন করেছিলেন। কেবল আমিই যে তাঁদের শুকরিয়া করি, এমন নয়, কিন্তু অ-ইহুদীদের সমস্ত মণ্ডলীও করে।


আর এই পাথরের উপরে যে পড়বে, সে ভেঙ্গে যাবে; কিন্তু এই পাথর যার উপরে পড়বে, তাকে চুরমার করে ফেলবে।


যখন তারা তোমার হাত ধরতো, তখন তুমি ফেটে তাদের সমস্ত কাঁধ বিদীর্ণ করতে; এবং যখন তারা তোমার উপরে নির্ভর করতো তখন তুমি ভেঙ্গে যেতে ও তাদের সমস্ত কোমর অসার করতে।


তখন আমার মাথার উপরে তার প্রদীপ জ্বলতো, তার আলোতে আমি অন্ধকারেও চলতাম।


সে ঘাড় শক্ত করে তাঁর বিরুদ্ধে ধাবিত হচ্ছে; তার মোটা ঢাল নিয়ে দৌড়াচ্ছে।


কেননা তিনি আমাকে ঝড়ে ভেঙে ফেলেন, অকারণে পুনঃ পুনঃ ক্ষতবিক্ষত করেন।


আমি কি সমুদ্র না তিমি যে, আমার উপরে তুমি প্রহরী রাখছ?


সিংহের গর্জন ও হিংস্র সিংহের হুঙ্কার রুদ্ধ হয়, যুব সিংহদের দাঁত ভেঙ্গে যায়।


আমার শান্তি নেই, বিরাম নেই, বিশ্রাম নেই; কেবলমাত্র উদ্বেগ উপস্থিত হয়।


আল্লাহ্‌ আমাকে অন্যায়কারীর কাছে তুলে দেন, আমাকে দুষ্টদের হাতে ফেলে দেন।


কারণ সর্বশক্তিমানের সমস্ত তীর আমার ভিতরে প্রবিষ্ট, আমার রূহ্‌ সেই সবের বিষ পান করছে, আল্লাহ্‌র ত্রাসদল আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ।


আল্লাহ্‌ই আমার হৃদয় মূর্ছিত করেছেন, সর্বশক্তিমান আমাকে ভীষণ ভয় দেখিয়েছেন,


সত্যিই আমার বিরুদ্ধে তিনি তাঁর হাত তুলেছেন; সমস্ত দিন বারে বারে তুলেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন