Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 16:10 - কিতাবুল মোকাদ্দস

10 লোকে আমার বিরুদ্ধে মুখ খুলে হা করে, ধিক্কারপূর্বক আমার গালে চপেটাঘাত করে, তারা আমার বিরুদ্ধে সমাগত হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

10 আমাকে বিদ্রুপ করার জন্য লোকেরা তাদের মুখ খুলেছে; অবজ্ঞাভরে তারা আমার গালে চড় মেরেছে ও আমার বিরুদ্ধে সমবেত হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 লোকে বিদ্রূপ ভরা চোখে আমাকে দেখছে, ধিক্কার দিয়ে তারা আমার গালে চড় মারছে আমার চারিদিকে তার তারা ভিড় করে দাঁড়িয়ে আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 লোকে আমার বিরুদ্ধে মুখ খুলিয়া হা করে, ধিক্কারপূর্ব্বক আমার গালে চপেটাঘাত করে, তাহারা আমার বিরুদ্ধে সমাগত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 আমার চার দিকে লোক জন জড়ো হয়েছে। তারা আমাকে নিয়ে মজা করে এবং আমার গালে চড় মারে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ করে; তারা আমার গালে থাপ্পড় মেরেছে নিন্দাপূর্ণ ভাবে; তারা আমার বিরুদ্ধে একসঙ্গে জোড় হয়েছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 16:10
22 ক্রস রেফারেন্স  

তবুও তারা আমার পদস্খলনে আনন্দিত হল ও সকলে একত্র হল; অধম লোকেরা আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে একত্র হল, তারা আমাকে বিদীর্ণ করলো, ক্ষান্ত হল না।


তারা আমার প্রতি মুখ খুলে হা করে, বিদীর্ণকারী সিংহ যেন গর্জন করছে।


তখন মহা-ইমাম অননিয়, যারা কাছে দাঁড়িয়েছিল, তাঁদেরকে হুকুম দিলেন, যেন পৌলের মুখে আঘাত করে।


হে সৈন্যদল-কন্যা, এখন তুমি প্রাচীরের মধ্যেই অবরুদ্ধ হলে; কারণ আমাদের বিরুদ্ধে একটা অবরোধ হল। তারা দণ্ড দিয়ে ইসরাইলের বিচারকর্তার চোঁয়ালে আঘাত করবে।


সে তার প্রহারকের কাছে গাল পেতে দিক; অপমানে পরিপূর্ণ হোক।


আমি প্রহারকদের প্রতি আমার পিঠ, যারা দাড়ি উপড়িয়েছে, তাদের প্রতি আমার গাল পেতে দিলাম, অপমান ও থুথু থেকে আমার মুখ আচ্ছাদন করলাম না।


কারণ কেউ যদি তোমাদের গোলাম বানায়, যদি তোমাদের শিকার করে, যদি তোমাদের ধরে নেয়, যদি তোমাদের কাছে উদ্ধত কথা বলে, যদি তোমাদের গালে চড় মারে, তবে তোমরা সহ্য করে থাক।


তখন কেনানার পুত্র সিদিকিয় কাছে এসে মীখায়ের গালে চড় মেরে বললো, মাবুদের রূহ্‌ তোর সঙ্গে কথা বলবার জন্য আমার কাছ থেকে কোন পথে গিয়েছিলেন?


কেননা সত্যিই তোমার পবিত্র গোলাম ঈসা, যাঁকে তুমি অভিষিক্ত করেছ, তাঁর বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত জাতিদের ও ইসরাইল লোকদের সঙ্গে এই নগরে একত্র হয়েছিল,


তিনি যখন এই কথা বললেন তখন পদাতিকদের এক জন, যে কাছে দাঁড়িয়ে ছিল, সে ঈসাকে চড় মেরে বললো, মহা-ইমামকে এমন জবাব দিলি?


তখন তারা তাঁর মুখে থুথু দিল ও তাঁকে ঘুসি মারলো;


তারা ধার্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধে, নির্দোষের রক্তকে দোষী করে।


তারা আমার বিরুদ্ধে মুখ ভেঙ্গাতো; বলতো, ”অহো! অহো! আমাদের চোখ দেখেছে।”


তখন কেনানার পুত্র সিদিকিয় কাছে এসে মীখায়ের গালে চপেটাঘাত করে বললো মাবুদের রূহ্‌ তোর সঙ্গে কথা বলবার জন্য আমার কাছ থেকে কোন্‌ পথে গিয়েছিলেন?


আল্লাহ্‌ আমাকে অন্যায়কারীর কাছে তুলে দেন, আমাকে দুষ্টদের হাতে ফেলে দেন।


ওরা আমার ডান দিকে উঠে, আমাকে পালিয়ে যেতে বাধ্য করে, আমার বিরুদ্ধে বিনাশের পথ প্রস্তুত করে।


হে মাবুদ, উঠ; হে আমার আল্লাহ্‌ আমার উদ্ধার কর; কেননা তুমি আমার সমস্ত দুশমনের চোয়ালে আঘাত করেছ, তুমি দুষ্টদের সমস্ত দাঁত ভেঙ্গে দিয়েছ।


তোমার সমস্ত দুশমন তোমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ, করেছে, তারা শিস দিয়ে দাঁত ঘর্ষণ করে, বলে, আমরা তাকে গ্রাস করলাম, এটি অবশ্য সেদিন, যার আকাঙ্খা করতাম; আমরা পেলাম, দেখলাম।


আমাকে পানির মত সেচন করা হচ্ছে, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হয়েছে, আমার হৃদয় মোমের মত হয়েছে, তা অন্ত্রগুলোর মধ্যে গলে গলে পড়ছে।


তারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে, এভাবে তারা আমার প্রাণ নিপাতের অপেক্ষা করছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন