Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 15:35 - কিতাবুল মোকাদ্দস

35 তারা অনিষ্ট গর্ভে ধারণ করে, অন্যায় প্রসব করে, তাদের উদরে প্রতারণা প্রস্তুত হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

35 তারা সংকট গর্ভে ধারণ করে ও অমঙ্গলের জন্ম দেয়; তাদের গর্ভ প্রতারণা তৈরি করে।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 এই ধরণের লোকেরা অনিষ্টের পরিকল্পনা করে এবং দুষ্কর্ম সাধন করে। এদের অন্তর প্রতারণায় পূর্ণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 তাহারা অনিষ্ট গর্ভে ধারণ করে, অন্যায় প্রসব করে, তাহাদের উদরে প্রতারণা প্রস্তুত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 মন্দ লোকরা সমস্যাকে ধারণ করে এবং মন্দকে জন্ম দেয়। তাদের গর্ভে জন্ম নেয় মিথ্যা।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 তারা নষ্টামি গর্ভে ধারণ করে এবং অপরাধ জন্ম দেয়; তাদের গর্ভ প্রতারণা ধারণ করে।”

অধ্যায় দেখুন কপি




ইয়োব 15:35
11 ক্রস রেফারেন্স  

দেখ, সে অধর্ম গর্ভে ধারণ করে, উপদ্রবে পূর্ণগর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে।


তোমরা দুষ্টতারূপ চাষ করেছ, অধর্মরূপ শস্য কেটেছ, মিথ্যার ফল ভোজন করেছ; কারণ তুমি নিজের পথে, নিজের বীরদের উপর নির্ভর করেছ।


পরে কামনা সগর্ভা হয়ে গুনাহ্‌ প্রসব করে এবং গুনাহ্‌ পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম দেয়।


আমি দেখেছি, যারা অধর্মরূপ চাষ করে, যারা অনিষ্ট বীজ বপন করে, তারা তা-ই কাটে।


কারণ ধূলি থেকে কষ্ট উৎপন্ন হয় না। মাটি থেকে সমস্যা জন্মে না;


পরে আইউব জবাবে বললেন,


কেননা তাদের অন্তর আক্রমণের কল্পনা করে, তাদের ওষ্ঠাধর অনিষ্টের কথা বলে।


সে কূপ খনন করে গভীর করেছে, কিন্তু নিজের খনন করা গর্তে নিজেই পড়লো।


ধিক্‌ তাদেরকে, যারা নিজ নিজ বিছানায় অধর্ম কল্পনা ও কুকর্ম স্থির করে! তারা রাত প্রভাত হওয়ামাত্র তা সাধন করে, কেননা তা তাদের ক্ষমতার অধীন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন