Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 15:24 - কিতাবুল মোকাদ্দস

24 সঙ্কট ও মনস্তাপ তাকে ভয় দেখায়, যুদ্ধের সাজে সজ্জিত বাদশাহ্‌র মত বিপদ তার বিরুদ্ধে প্রবল হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 চরম দুর্দশা ও মনস্তাপ তাকে আতঙ্কিত করে তোলে; অস্থিরতা তাকে আচ্ছন্ন করে, যেভাবে একজন রাজা আক্রমণ করার জন্য প্রস্তুত হন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 পরাক্রান্ত রাজার মত দুঃখদুর্দশা তাকে আক্রমণ করার জন্য তৈরী হয়ে আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 সঙ্কট ও মনস্তাপ তাহাকে ভয় দেখায়, যুদ্ধার্থ সসজ্জ রাজার ন্যায় তাহার বিরুদ্ধে প্রবল হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 দুঃখ এবং যন্ত্রণা তাকে ভীত করে। এগুলো যেন তাকে ধ্বংসের জন্য রাজার মতো আক্রমণ করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 দুঃখ এবং যন্ত্রণা তাকে ভয় দেখায়; তারা তার বিরুদ্ধে প্রবল হয়, যেমন একজন রাজা যুদ্ধের জন্য তৈরী হয়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 15:24
15 ক্রস রেফারেন্স  

প্রথমে ইহুদীর, পরে অ-ইহুদীদেরও উপরে, অর্থাৎ কদাচারী সমস্ত মানুষের প্রাণের উপরে বর্ষিত হবে।


আমি নিজের পবিত্র লোকদের হুকুম করেছি, আমি আমার গজব কার্যকর করার জন্য আমার বীরদেরকে আহ্বান করেছি— যারা আমার বিজয়ে উল্লাস করে।


তাই তোমার দরিদ্রতা দস্যুর মত আসবে, তোমার দৈন্যদশা ঢালীর মত আসবে।


তাই তোমার দরিদ্রতা দস্যুর মত আসবে, তোমার দৈন্যদশা সশস্ত্র ব্যক্তির মত আসবে।


যখন ঝটিকার মত তোমাদের ভয় উপস্থিত হবে, ঘূর্ণিবাতাসের মত তোমাদের বিপদ আসবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।


সঙ্কট ও দুর্দশা আমাকে পেয়ে বসেছে, [তবুও] তোমার সমস্ত হুকুম আমার আনন্দদায়ক।


দুষ্কর্মকারী সারা জীবন কষ্ট পায়, দুর্দান্তের আয়ু নির্ধারিত আছে।


তার কর্ণকুহরে ত্রাসের আওয়াজ আছে, সুখের সময়ে বিনাশক তাকে আক্রমণ করে।


সে খাদ্যের চেষ্টায় ভ্রমণ করে, বলে, তা কোথায়? সে জানে, অন্ধকারের দিন তার সন্নিকট।


কারণ সে আল্লাহ্‌র বিরুদ্ধে হাত বাড়িয়েছে, সর্বশক্তিমানের বিরুদ্ধে আস্ফালন করেছে;


আর এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের বিষয়ে বল, মাবুদ এই কথা বলেন, তুমি এই কিতাব পুড়িয়েছ, বলেছ, তুমি কেন এর মধ্যে এই কথা লিখেছ যে, ব্যাবিলনের বাদশাহ্‌ অবশ্য আসবেন ও এই দেশ বিনষ্ট করবেন এবং জনশূন্য ও পশুহীন করবেন?


তিনি আমার বিরুদ্ধে ক্রোধ প্রজ্বলিত করেছেন, আমাকে এক জন বিপক্ষের মত গণনা করেছেন।


তাঁর সমস্ত সৈন্য একসঙ্গে আসছে; তারা আমার বিরুদ্ধে জোট বাঁধছে, আমার তাঁবুর চারদিকে শিবির স্থাপন করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন