ইয়োব 15:22 - কিতাবুল মোকাদ্দস22 সে বিশ্বাস করে না যে, অন্ধকার থেকে সে ফিরে এল, সে তলোয়ারের জন্য নির্ধারিত। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 সে অন্ধকার জগৎ থেকে পালানোর মরিয়া চেষ্টা করে; সে তরোয়ালের জন্য চিহ্নিত হয়ে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 অন্ধকারের দেশ থেকে উদ্ধার পাবার আশা তার নেই। তাকে হত্যা করার জন্য খড়্গ উদ্যত হয়ে রয়েছে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 সে বিশ্বাস করে না যে, অন্ধকার হইতে সে ফিরিয়া আসিবে, সে খড়্গের জন্য নির্দ্ধারিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 একজন দুষ্ট লোক প্রচণ্ড হতাশাগ্রস্ত এবং অন্ধকারকে এড়াবার তার কোন পথই নেই। কোন একটা জায়গায় একটা তরবারী আছে যা তাকে হত্যা করার জন্য অপেক্ষা করছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 সে ভাবে না যে সে অন্ধকার থেকে ফিরে আসবে; তলোয়ার তার জন্য অপেক্ষা করছে। অধ্যায় দেখুন |