ইয়োব 15:16 - কিতাবুল মোকাদ্দস16 তবে যে ঘৃণার্হ ও ভ্রষ্ট, যে জন পানির মত অধর্ম পান করে, সে কি! অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 তবে সেই নশ্বর মানুষ কী, যারা নীচ ও দুর্নীতিগ্রস্ত, যারা জলের মতো করে অনিষ্ট পান করে! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 মানুষ তো তুচ্ছ! অতি সহজেই সে পাপ করে চলে, সে সর্বাংশে কলুষিত, জঘন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তবে যে ঘৃণার্হ ও ভ্রষ্ট, যে জন জলের মত অধর্ম্ম পান করে, সে কি! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 মানুষও অপদার্থ। মানুষ নোংরা এবং নষ্ট। সে জলের মতই পাপ গলাধঃকরণ করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 সেই ব্যক্তি কত বেশি না জঘন্য এবং দুর্নীতিগ্রস্থ, একজন লোক যে জলের মত অপরাধ পান করে! অধ্যায় দেখুন |