Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 15:14 - কিতাবুল মোকাদ্দস

14 মানুষ কি যে, সে পবিত্র হতে পারে? স্ত্রীর গর্ভজাত মানুষ কি ধার্মিক হতে পারে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 “নশ্বর মানুষ কী, যে তারা শুচিশুদ্ধ হবে, বা স্ত্রী-জাত মানুষও কী, যে তারা ধার্মিক হবে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 কোন মানুষ প্রকৃতই কি নির্মল হতে পারে? রক্তমাংসে গড়া কোন ব্যক্তি কি ঈশ্বরনিষ্ঠ ধার্মিক হতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 মর্ত্ত্য কি যে, সে পবিত্র হইতে পারে? অবলাজাত মনুষ্য কি ধার্ম্মিক হইতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 “একজন মানুষ প্রকৃতই শুদ্ধ হতে পারে না। একজন মানুষ কখনও ঈশ্বরের চেয়ে বেশী সঠিক হতে পারে না!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 মানুষ কি যে, সে পবিত্র হতে পারে? যে একজন মহিলার থেকে জন্মেছে সে কে যে সে ধার্মিক হতে পারে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 15:14
19 ক্রস রেফারেন্স  

এমন ধার্মিক লোক দুনিয়াতে নেই, যে সৎকর্ম করে, গুনাহ্‌ করে না।


নাপাক থেকে পাক-পবিত্রতার উৎপত্তি কে করতে পারে? এক জনও পারে না।


কে বলতে পারে, আমি অন্তর বিশুদ্ধ করেছি, আমার গুনাহ্‌ থেকে পাক-পবিত্র হয়েছি?


যেহেতু আমি জানি যে আমাতে, অর্থাৎ আমার দেহে, উত্তম কিছুই বাস করে না; উত্তম কাজ করতে আমার ইচ্ছা আছে বটে কিন্তু তা করতে পারি না।


সকলে বিপথে গেছে, সকলেই একসঙ্গে খারাপ হয়ে গেছে; সৎকর্ম করে এমন কেউই নেই, এক জনও নেই।


তারা যদি তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করে— কেননা গুনাহ্‌ না করে এমন কোন মানুষ নেই এবং তুমি যদি তাদের প্রতি ত্রুুদ্ধ হয়ে দুশমনের হাতে তাদেরকে তুলে দাও ও দুশমনেরা তাদেরকে বন্দী করে দূরস্থ কিংবা নিকটস্থ শত্রু-দেশে নিয়ে যায়;


কিন্তু পাক-কিতাব সমস্তই গুনাহ্‌র শক্তির অধীনে বন্দী করে রেখেছে, যেন প্রতিজ্ঞার ফল ঈসা মসীহে ঈমানের মধ্য দিয়েই ঈমানদারদেরকে দেওয়া যায়।


দেহ থেকে যা জাত, তা দেহই; আর রূহ্‌ থেকে যা জাত, তা রূহ্‌ই।


দেখ, কেবল এ-ই জানতে পেয়েছি যে, আল্লাহ্‌ মানুষকে সরল করে নির্মাণ করেছিলেন, কিন্তু তারা জীবনকে অনেক জটিল করে তুলেছে।


দেখ, জন্মাবধি আমি অপরাধী, মাতার গর্ভে জাত হবার কাল হতেই আমি গুনাহ্‌গার।


আমি নিশ্চয় জানি, তা-ই বটে, আল্লাহ্‌র কাছে মানুষ কিভাবে ধার্মিক হতে পারে?


তারা যদি তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করে — কেননা গুনাহ্‌ না করে, এমন কোন মানুষ নেই — এবং তুমি যদি তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে দুশমনের হাতে তাদেরকে তুলে দাও ও দুশমনেরা তাদেরকে বন্দী করে দূরস্থ কিংবা নিকটস্থ কোন দেশে নিয়ে যায়;


তুমি তো আল্লাহ্‌র বিরুদ্ধে তোমার রূহ্‌ ফেরাচ্ছ, সেই রকম কথা মুখ থেকে বের করছে।


মানুষ, স্ত্রীলোকের গর্ভজাত সকলে, অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ।


মাবুদ বেহেশত থেকে মানবজাতির প্রতি নিরীক্ষণ করলেন; দেখতে চাইলেন, বুদ্ধিপূর্বক কেউ চলে কি না, আল্লাহ্‌র খোঁজ করে এমন কেউ আছে কি না।


তোমার গোলামকে বিচারে এনো না, তোমার সাক্ষাতে তো কোন প্রাণী ধার্মিক নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন