ইয়োব 14:21 - কিতাবুল মোকাদ্দস21 তার সন্তানেরা গৌরবান্বিত হলে সে তা জানে না, তারা অবনত হলে সে তা টের পায় না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 তাদের সন্তানেরা যদি সম্মানিত হয়, তারা তা জানতে পারে না; তাদের সন্তানেরা যদি অবনত হয়, তারা তা দেখতে পায় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তার সন্তানেরা সম্মান ও মর্যাদা লাভ করে, কিন্তু সে কথা সে জানতেও পারে না, আবার তারা অপমানিত হলেও সে তা বুঝতে পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহার সন্তানগণ গৌরবান্বিত হইলে সে তাহা জানে না, তাহারা অবনত হইলে সে তাহা টের পায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তার ছেলেরা হয়ত সম্মান পেতে পারে, অথবা তারা হয়ত গুরুত্বপূর্ণ না হতে পারে, কিন্তু সে কখনও জানতে পারবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তার ছেলেরা হয়ত গৌরবান্বিত হবে, কিন্তু সে তা জানে না; তারা হয়ত অবনত হবে, কিন্তু তিনি সেটা ঘটতে দেখবেন না। অধ্যায় দেখুন |