Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 14:2 - কিতাবুল মোকাদ্দস

2 সে ফুলের মত প্রস্ফুটিত হয়ে ম্লান হয়, সে ছায়ার মত চলে যায়, স্থির থাকে না;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 ফুলের মতো তারা ফোটে ও শুকিয়েও যায়; দ্রুতগামী ছায়ার মতো, তারা মিলিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ফুলের মতই সেও শুকিয়ে যায় অচিরেই, মিলিয়ে যায় ছায়ার মত। স্থির থাকে না কখনও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হইয়া ম্লান হয়, সে ছায়ার ন্যায় চলিয়া যায়, স্থির থাকে না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 মানুষের জীবন ফুলের মত। সে তাড়াতাড়ি বড় হয় এবং তারপর মারা যায়। মানুষের জীবন একটা ছায়ার মত যা অল্পক্ষণের জন্য এখানে থাকে এবং তারপর আবার চলে যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সে মাটি থেকে ফুলের মত বের হয়, কিন্তু তা কেটে ফেলা হয়: সে ছায়ার মত চলে যায় এবং তা বেশি দিন স্থায়ী হয় না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 14:2
21 ক্রস রেফারেন্স  

কেননা “মানুষ মাত্র ঘাসের মত ও তার সমস্ত সৌন্দর্য ফুলের মত; ঘাস শুকিয়ে গেল এবং ফুল ঝরে পড়লো,


কেননা আমরা গতকালের লোক, কিছুই জানি না; দুনিয়াতে আমাদের আয়ু ছায়াস্বরূপ।


তোমরা তো আগামীকালের বিষয়ে জান না: তোমাদের জীবন কি রকম? তোমরা তো বাষ্পস্বরূপ, যা কিছুক্ষণের জন্য থাকে, পরে অন্তর্হিত হয়।


কেননা আমাদের সমস্ত পূর্বপুরুষ যেমন ছিলেন, তেমনি আমরাও তোমার সম্মুখে বিদেশী ও প্রবাসী, দুনিয়াতে আমাদের আয়ু ছায়ার মত ও আশাবিহীন।


মানুষ তো নিশ্বাস মাত্র, তার আয়ু ছায়ার মত, যা চলে যায়।


আমার দিন হেলে পড়া ছায়ার মত, আমি ঘাসের মত শুকিয়ে যাচ্ছি।


কিন্তু দুষ্ট লোকের মঙ্গল হবে না ও সে দীর্ঘকাল থাকবে না; তার আয়ু ছায়াস্বরূপ; কারণ সে আল্লাহ্‌র সাক্ষাতে ভীত হয় না।


ধার্মিক লোক তালতরুর মত উৎফুল্ল হবে, সে লেবাননের এরস গাছের মত বাড়বে।


দুর্বৃত্তরা যখন ঘাসের মত অঙ্কুরিত হয়, অধর্মচারী সকলে যখন উন্নতি লাভ করে, তখন তা তাদের হয়ে থাকে চির-বিনাশের জন্য।


তারা চিরতরে বিনষ্ট হয়, কেউ চিন্তা করে না।


আঙ্গুরলতার মত তার কাঁচা ফল ঝরে পড়বে, জলপাই গাছের মত তার ফুল ঝরে পড়বে।


কেননা তারা ঘাসের মত শীঘ্র ছিন্ন হবে, সবুজ ঘাসের মত ম্লান হবে।


দেখ, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করেছ, আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তুবৎ; সত্যি, প্রত্যেক মানুষ স্থিরীকৃত হলেও নিতান্ত অসার। [সেলা।]


এখন, হে মালিক, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা।


আমার জোরে জোরে কোঁকানোর দরুন আমার অস্থিগুলো চামড়ার সঙ্গে লেগে গেছে।


কিন্তু, হে মাবুদ, তুমি অনন্তকাল সমাসীন থাকবে, তোমার নাম পুরুষানুক্রমে স্থায়ী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন