ইয়োব 13:4 - কিতাবুল মোকাদ্দস4 কিন্তু তোমরা তো কেবলই মিথ্যা কথা রচনা কর, তোমরা সকলে অকর্মণ্য চিকিৎসক। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 তোমরা, অবশ্য, আমার গায়ে মিথ্যা লেপন করেছ; তোমরা, তোমরা সবাই অপদার্থ চিকিৎসক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তোমরা অসার তত্ত্ব দিয়ে নিজেদের অজ্ঞতা ঢেকে রাখছ, তোমরা সকলেই হাতুড়ে বৈদ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কিন্তু তোমরা ত নিতান্ত মিথ্যাবাক্য রচক, তোমরা সকলে অকর্ম্মণ্য চিকিৎসক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু তোমরা তিন জন মিথ্যা দিয়ে তোমাদের অজ্ঞতাকে ঢাকতে চাইছো। তোমরা সেই অপদার্থ ডাক্তারের মত যারা কারো রোগই সারাতে পারে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 কিন্তু তোমরা সত্যকে চুনকাম করেছ মিথ্যা দিয়ে; তোমরা সকলে মূল্যহীন চিকিত্সক। অধ্যায় দেখুন |