Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 13:25 - কিতাবুল মোকাদ্দস

25 তুমি কি বায়ুচালিত পাতাকে ভয় দেখাবে? তুমি কি শুকনো ঘাসকে তাড়না করবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

25 তুমি কি বায়ুতাড়িত একটি পাতাকে যন্ত্রণা দেবে? শুকনো তুষের পিছু ধাওয়া করবে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 তুমি কি একটা ঝরাপাতাকে সন্ত্রস্ত করবে? শুকনো একটা খড়কে আক্রমণ করে বিধ্বস্ত করবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 তুমি কি বায়ুচালিত পত্র ত্রাসযুক্ত করিবে? তুমি কি শুষ্ক তৃণকে তাড়না করিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 আপনি কি আমায় ভয় দেখাতে চাইছেন? আমি বাতাসে ওড়া একটা শুকনো পাতা মাত্র। আপনি একটা ক্ষুদ্র খড়-কুটোকে আক্রমণ করছেন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 তুমি কি একটা হওয়ায় ওড়া পাতাকে অত্যাচার করবে? তুমি কি শুকনো নাড়ার পিছনে ছুটবে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 13:25
7 ক্রস রেফারেন্স  

তারা বায়ুর সম্মুখস্থ শুকনো ঘাসের মত, ও ঝটিকা বিতাড়িত তুষের মত হয়?


আর তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে, আমি শত্রুদেশে তাদের অন্তরে বিষণ্নতা প্রেরণ করবো এবং বাতাসে পাতা নড়বার আওয়াজ তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে; লোকে যেমন তলোয়ারের মুখ থেকে পলায়, তারা তেমনি পালাবে এবং কেউ না তাড়ালেও মারা পড়বে।


তিনি থেৎলা নল ভাঙ্গবেন না, সধূম শলতে নিভিয়ে ফেলবেন না, যে পর্যন্ত না ন্যায়বিচার বিজয় লাভ করে।


লোকবৃন্দ প্রবল বন্যার মত গর্জন করবে, কিন্তু তিনি তাদেরকে ধম্‌ক দেবেন, তাতে তারা দূরে পালিয়ে যাবে এবং বায়ুর সম্মুখে পর্বতস্থ তুষের মত, কিংবা ঝড়ের সম্মুখে ঘূর্ণায়মান ধূলির মত বিতাড়িত হবে।


তবু তুমি কি এই রকম প্রাণীর প্রতি চোখ মেলবে? আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনবে?


ইসরাইলের বাদশাহ্‌ কার পিছনে বের হয়ে এসেছেন? আপনি কার পিছনে পিছনে তাড়া করে আসছেন? একটা মৃত কুকুরের পিছনে, একটা ছারপোকার পিছনে?


আল্লাহ্‌র মত করে কেন আমাকে তাড়না কর? আমার মাংস না খেয়ে কি ক্ষান্ত হবে না?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন