Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 13:24 - কিতাবুল মোকাদ্দস

24 তুমি কেন তোমার মুখ লুকাচ্ছ? কেন আমাকে তোমার দুশমন বলে ভাবছ?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 তুমি কেন তোমার মুখ লুকিয়েছ ও আমাকে তোমার শত্রু বলে মনে করছ?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 তুমি কেন তোমার শ্রীমুখ আবৃত করছ? কেন আমাকে তোমার শত্রু বলে গণ্য করছ?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 তুমি কেন আপন মুখ লুকাইতেছ? কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 ঈশ্বর, কেন আপনি আমায় এড়িয়ে যাচ্ছেন এবং আমাকে আপনার শত্রু বলে বিবেচনা করছেন?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 কেন তুমি আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ এবং আমার সঙ্গে শত্রুর মত আচরণ করছ?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 13:24
21 ক্রস রেফারেন্স  

তিনি আমার বিরুদ্ধে ক্রোধ প্রজ্বলিত করেছেন, আমাকে এক জন বিপক্ষের মত গণনা করেছেন।


প্রভু দুশমনের মত হয়েছেন, ইসরাইলকে গ্রাস করেছেন, তিনি তার সমস্ত অট্টালিকা গ্রাস করেছেন, তার দুর্গ সকল ধ্বংস করেছেন, তিনি এহুদা-কন্যার শোক ও মাতম বৃদ্ধি করেছেন।


কত কাল, মাবুদ, আমাকে নিয়ত ভুলে থাকবে? কত কাল আমা থেকে তোমার মুখ লুকিয়ে রাখবে?


আমি মাবুদের আকাঙক্ষা করবো, যিনি ইয়াকুবের কুল থেকে নিজের মুখ আচ্ছাদন করেন এবং তাঁর অপেক্ষায় থাকব।


হে মাবুদ, তুমি কেন আমার প্রাণকে পরিত্যাগ করছো? আমা থেকে কেন তোমার মুখ আড়াল কর?


তুমি কেন তোমার মুখ আচ্ছাদন করছো? আমাদের দুঃখ ও দৌরাত্ম্যভোগ কেন ভুলে যাচ্ছ?


দেখুন, তিনি আমার বিরুদ্ধে ছিদ্র খোঁজ করেন, আমাকে আপনার দুশমন গণনা করেন;


তিনি বললেন, আমি ওদের থেকে আমার মুখ আচ্ছাদন করবো; ওদের শেষদশা কি হবে, দেখবো; কেননা ওরা বিপরীতাচারী বংশ, ওরা অবিশ্বস্ত সন্তান।


কিন্তু তাকে শত্রু বলেও মনে করো না, কিন্তু ভাই হিসেবে চেতনা দাও।


হে মাবুদ, কেন দূরে দাঁড়িয়ে থাক? সঙ্কটের সময়ে কেন লুকিয়ে থাক?


হায় হায়! কেউ কি আমার কথা শোনে না? এই দেখ, আমি যা বলছি তা সত্যি; সর্বশক্তিমান আমাকে উত্তর দিন, আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।


তুমি আমার প্রতি নির্দয় হয়ে উঠছে, তোমার বাহুবল আমাকে তাড়না করছে।


সে ক্রোধে আমাকে বিদীর্ণ ও আমাকে তাড়না করেছে, সে আমার প্রতি দন্ত ঘর্ষণ করেছে, আমার বিপক্ষে আমার বিরুদ্ধে চোখ রক্তবর্ণ করে।


আমি আল্লাহ্‌কে বলবো, আমাকে দোষী করো না; আমার সঙ্গে কি কারণে ঝগড়া করছো, তা আমাকে জানাও।


শামুয়েল বললেন, যখন মাবুদ তোমাকে ত্যাগ করে তোমার বিপক্ষ হয়েছেন, তখন আমাকে কেন জিজ্ঞাসা কর?


আল্লাহ্‌র মত করে কেন আমাকে তাড়না কর? আমার মাংস না খেয়ে কি ক্ষান্ত হবে না?


মাথা তুললে তুমি সিংহের মত আমাকে শিকার করবে, আবার আমার বিরুদ্ধে নিজেকে আশ্চর্য দেখাবে।


তুমি আমার বিপরীতে নতুন নতুন সাক্ষী উপস্থিত করবে, আমার প্রতি তোমার বিরক্তি বাড়াবে; নতুন নতুন সৈন্যদল আমার প্রতিকূলে নিয়ে আসবে।


কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত, আমাদের দেহ ভূমিতে লুটিয়ে পড়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন